পার্থ মান্নাঃ প্রতিমাসে রাজ্যের গরিব ও মধ্যবিত্তদের জন্য বিনামূল্যে রেশন দেবো হয় রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফ থেকে। তবে একাধিকবার রেশন নিয়ে দুর্নীতিতে অভিযোগ উঠেছে। তাই দুর্নীতি ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে একটি হল মাসের শুরুতেই কোন কার্ড কলদাররা কত কেজি চাল, গম পাবেন তার লিস্ট প্রকাশ করা হয়। এর ফলে উপভোক্তারা আগে থেকেই জেনে যেতে পারেন কি কি পাবেন। তাহলে এমাসে অর্থাৎ নভেম্বর মাসে কোন কার্ডে কত কেজি করে চাল, ডাল পাওয়া যাবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কার্ডের ভিত্তিতে বিনামূল্যে রেশন সামগ্রী
বর্তমানে পশ্চিমবঙ্গে মূলত চার ধরণের রেশন কার্ড প্রযোজ্য রয়েছে। যেগুলি হল অন্ত্যোদয় কার্ড (AAY), স্পেশাল ও প্রাওরিটি হাউসহোল্ড কার্ড (PHH & SPHH), RKSY-1 ও RKSY-2 কার্ড। অবশ্য এগুলি ছাড়াও আরও একটি স্পেশাল কার্ড চালু হয়েছে সেটি হল জঙ্গলমহল ও পাহাড়ের জন্য রেশন প্যাকেজ। নিচে নভেম্বর মাসে কোন কার্ডে কত কেজি সামগ্রী পাওয়া যাবে তা জানানো হল।
অন্ত্যোদয় কার্ডের রেশন সামগ্রী
আপনি যদি একজন অন্ত্যোদয় রেশন কার্ড হোল্ডার হন তাহলে সবচেয়ে বেশি খাদ্যসামগ্রী পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। এমাসে AAY কার্ডের গ্রাহকেরা ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা বা ১৪ কেজি গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। একইসাথে পাবেন ১ কেজি চিনি।
প্রায়োরিটি হাউসহোল্ড বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের রেশন সামগ্রী
আপনার বা আপনার পরিবারের সদস্যদের জন্য PHH বা SPHH কার্ড থেকে থাকে তাহলে কার্ড পিছু ৩ কেজি চাল ও ১.৯ কেজি আটা বা ২ কেজি গম দেওয়া হবে। এর জন্য কোনো টাকা লাগবে না। তবে কেউ যদি আটা বা গম না নিতে চান সেক্ষেত্রে ২ কেজি চিনি নিয়ে নিতে পারবেন।
RKSY-1 ও RKSY-2 কার্ডের রেশন সামগ্রী
RKSY 1 বা RKSY 2 কার্ড হোল্ডারেরা সবচেয়ে কম রেশন সামগ্রী পেয়ে থাকেন। আগে এই কার্ডে এক জনকে ৫ কেজি চাল দেওয়া হত, কোনো গম দেওয়া হত না। তবে এখন সেটা কমিয়ে শুধুমাত্র ২ কেজি চাল করে দেওয়া হয়েছে।
জঙ্গলমহল ও পাহাড়ের বাসিন্দাদের জন্য স্পেশাল প্যাকেজ
রেশন কার্ডের ধরণ অনুযায়ী গোটা বাংলার মানুষেরা রেহসান পান ঠিকই, তবে পাহাড়ি অঞ্চলের মানুষ বা চা বাঙালি এলাকার মানুষদের জন্য আলাদা করে কিছু অতিরিক্ত চাল, গম বা এই জাতীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে থাকে। জানা যাচ্ছে নভেম্বর মাসেও সেটা বজায় থাকবে।