কোহলির জন্যেই টেস্ট ক্রিকেটে ভারতের এত উন্নতি, বললেন প্রাক্তন ব্যাটার

সম্প্রতি ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে টেস্ট ক্রিকেট। একটা সময় ছিল যখন মানুষ টেস্ট ক্রিকেট দেখতে চাইত না বর্তমানে টি-টোয়েন্টির যুগেও টেস্ট ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর টেস্ট ক্রিকেট এত জনপ্রিয় হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ভারতের। আর তার চেয়েও বড় অবদান রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক গ্রেম স্মিথ।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের মতে, আগামী দিনে পাঁচ-ছ’টির বেশি দেশকে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে না। ভারত সেখানে গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে।

স্মিথ মনে করেন, বাকিদের থেকে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়েছে ভারত। বলেছেন, “বিরাট কোহলীর নেতৃত্বে ভারত অনেক গুরুত্ব দিয়ে টেস্ট ক্রিকেট খেলেছে। দারুণ ভাবে দলকে নেতৃত্ব দিয়েছে কোহলী। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে গেলে কখনওই ১০, ১২, বা ১৪টি দলের লড়াই দেখতে পাবেন না। সেই পাঁচ-ছ’টা দেশের মধ্যেই টেস্ট ক্রিকেট ঘোরাফেরা করবে।”

Avatar

Koushik Dutta

X