তিন লাখ, হীরের গয়নাতেও সাধ মেটেনি পাত্রের! বিয়েতে বসে আরও পণ চাইতেই জুটল পিটুনি, ভিডিও ভাইরাল

অল্পেতে সাধ মেটে না আরও চাই। ৩ লক্ষ টাকা পণ, হীরের গয়না নিয়েও শখ মেটেনি। আরও টাকা চেয়েছে পাত্রের পরিবার। বিয়ের শুরুর আগেই পণ মেটানোর দাবি পাত্রপক্ষের। অবশেষে মেজাজ হারিয়ে পাত্রকে পেটাতে শুরু করলেন পাত্রীর পরিবার। আর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহেবাবাদ এলাকায়। এই ভিডিও দেখলে বোঝা যাচ্ছে বিরাট ধনী পরিবার এই বিয়ের আসর বসেছে। আসলে বিয়ের আগে ১০ লক্ষ টাকা মন চায় পাত্রের পরিবার। কিন্তু ৩ লক্ষ টাকা দিয়েছে পাত্রীর পরিবার বাকি রয়েছে ৭ লক্ষ টাকা। এবার বরের দাবি বাকি টাকা না পেলে সে বিয়ে করবে না। রীতিমত হুমকি দেয় সে।

আর এই ঘটনার পরেই মেজাজ হারিয়ে মারপিট শুরু হয় বিয়ের অনুষ্ঠানে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে পাত্রকে একজন মহিলা টেনে জড়িয়ে আছেন। উনি হয়ত পাত্রের পরিবার তাই মারপিট থেকে ছেলেকে আগলানোর চেষ্টা করছেন। পাত্রীপক্ষের বাড়ির লোকের এহেন প্রতিক্রিয়া অনেকেই প্রশংসা করেছেন। আবার অনেকে বলেছেন যেখানে পণ নেওয়া আইনত অপরাধ সেখানে কি করে পণ দিয়ে বিয়ের অনুমতিতে রাজী হল পাত্রী পরিবার?

দেখুন সেই ভিডিও

Papiya Paul

X