Haldia Petrochem will invest Rs 5000 Crore in West Bengal for New Extension Plant

বাংলায় ৫০০০ কোটি বিনিয়োগে দেশের সবচেয়ে বড় ফেনল প্ল্যান্ট, হবে বিপুল কর্মসংস্থান

পার্থ মান্নাঃ বাংলার মানুষদের জন্য বিরাট সুখবর। দেশের সবথেকে বড় ফিনাল প্ল্যান্ট তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ ঠিকই শুনেছেন পেট্রো কেমিক্যাল শিল্পে বিগত ২ দশকের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ হতে চলেছে এই বাংলায়। যার ফলে বাংলায় শিল্পের উন্নতি যেমন হবে তেমনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। জানা যাচ্ছে, প্রায় ৫০০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে।

দু দশকের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ

পশ্চিমবঙ্গে নতুন শিল্প বা শিল্পের সম্প্রসারণ নিয়ে নানা সমালোচনা প্রকাশ্যে আসে। তবে এতদিনে এলো সুখবর। সম্প্রসারণ হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের। ভারতবর্ষের সবচেয়ে বড় ফাইনাল তৈরির প্লান্ট বানানো হবে হলদিয়াতেই। এর জন্য বরাদ্দ হচ্ছে ৫০০০ কোটি টাকারও বেশি।

যেমনটা জানা যাচ্ছে, আগামী মার্চ ২০২৬ সালের মধ্যেই সম্প্রসারণের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। আর মার্কিন সংস্থা লুমুস টেকনোলজি এই সম্প্রসারণের প্রজেক্টটি প্রযুক্তিগত সাহায্য করবে। একবার তৈরি হয়ে যাবার পর প্রতি বছর প্রায় ৩৪৫ টন ফেনল তৈরি হবে এই প্লান্ট থেকেই।

হলদিয়া পেট্রোকেমিক্যালসের সম্প্রসারণ

তখনও বামফ্রন্ট সরকার শাসন করছে পশ্চিমবঙ্গে। সেই সময় হলদিয়া পেট্রো কেমিক্যাল এর দায়ভার নিজের হাতে নিতে চেয়েছিল সরকার। যার জেরে মালিকপক্ষ এবং সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে একসময় প্লান্ট বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরবর্তীকালে প্রবাসী বাঙালি পূর্ণেন্দু চ্যাটার্জির চ্যাটার্জী গোষ্ঠীর হাতে দায়িত্ব আসার পর পুনরায় কাজ চালু হয়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গত বছর এই কোম্পানির টার্নওভার ছিল ১২,৫৯৫ কোটি টাকা, যার মধ্যে ৩৪০০ কোটি টাকা এসেছিল শুধুমাত্র কেমিক্যালের ব্যবসা থেকেই। তারপরেই প্ল্যান্টের সম্প্রসারণের ঘোষণা করা হয়েছিল। এবার সেই প্রকল্পটিরই বাস্তবায়ন হতে চলেছে।

কি কাজে লাগে ফেনল?

এখন অনেকেরই হয়তো মনে প্রশ্ন আসছে ফেনল জিনিসটি কি বা কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর হল প্লাস্টিক শিল্প, ওষুধ, রং করার ডাই থেকে শুরু করে বিস্ফোরক তৈরীর জন্য কাঁচামাল হিসাবে ফেনল প্রয়োজন। তাই এই পণ্যের ডিমান্ড যে বাজারে সর্বদাই রয়েছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। নতুন প্ল্যান্ট চালু হলে একদিকে যেমন কোম্পানির আয় বাড়বে তেমনি প্রচুর কর্মসংস্থান হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X