উত্তর থেকে দক্ষিণ, আসমূদ্রহিমাচল এখন অরিজিৎ সিং-র (Arijit Singh) রমরমা। একের পর দূর্ধর্ষ গানের পাশাপাশি ক্রমাগত কনসার্ট করে চলেছেন তিনি। প্রোগ্রাম করছেন বিদেশের মাটিতেও। সবচেয়ে বড় বিষয় হল, বহু মানুষ নতুন করে বাঁচার অর্থ খুঁজে পায় তার গান শুনে। এহেন তারকারই জন্মদিন ছিল গতকাল।
তবে অবাক করা বিষয় হল যে মানুষটাকে নিয়ে আলোচনা, এত হইচই সেই মানুষটা বরাবর থাকতে ভালোবাসেন অগোচরে। মানুষ তো মাঝেমধ্যে কনফিউজড হয়ে যান, অরিজিৎ-র গানে মুগ্ধ হবেন নাকি মুগ্ধ হবেন অভিনেতার জীবনধারায়? আর সেই কথা মাথায় রেখে এই বিশেষ দিনে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন অরিজিৎ-র বাবা।
আসলে বাড়িতে কোনও আড়ম্বর চায় না ছেলে, তাই অরিজিতের জন্মদিনে এই বিশেষ আয়োজন। সোমু-র (অরিজিতের ডাকনাম) জন্মদিনে বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং-র প্রয়াস, এলাকায় যেন কোনো মানুষ অভুক্ত না থাকে। এই বিশেষ দিনটিতে প্রত্যেক মানুষের জন্য খুলে দিয়েছিলেন নিজের রেস্তোরাঁর দরজা।
এই প্রসঙ্গে তিনি বলেন, , ‘বহু মানুষের আর্শীবাদ নিয়েই ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে। এদিন দুঃস্থদের জন্য ‘হেঁসেলের’ দরজা খোলা থাকছে।’ ছেলের মত দুঃস্থের সেবা করেই ছেলের জন্মদিনটা খাস করে তুলতে চান অরিজিতের বাবা। আসলে মায়ের মৃত্যুর পর থেকেই বদল এসেছে অরিজিৎ-র জীবনে।
প্রসঙ্গত, প্রতি রবিবার ‘হেঁশেল’ অর্থাৎ অরিজিৎ-র বাবার রেস্তরাঁয় ৬০-৭০ জন দুঃস্থ মানুষকে খাওয়ানো হয়। এছাড়া খুব অল্প মূল্যের বিনিময়ে ভরপেট খাবার পাওয়া যায় এখানে। তবে অরিজিৎ জন্মদিন পালন না করলে কী হবে, ইতিমধ্যেই বহরমপুর গোরাবাজারের এক ক্লাবের পক্ষ থেকে পালিত হয়েছে অরিজিতের জন্মদিন।