Arijit

যুবরাজকে টপকে টি-২০ আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া

চোটের জন্য দীর্ঘদিন খেলাধুলা থেকে অনেকটা দূরে ছিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চোট সরিয়ে দীর্ঘদিন পর আইপিএলে কাম ব্যাক করেছেন তিনি। কাম ব্যাক করেই আইপিএল চ্যাম্পিয়ন করেছেন দলকে। তারপর ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। আর এবার ইংল্যান্ড সফর।

   

গতকাল ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভেঙে দিলেন একের পর এক বিশ্ব রেকর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও নজর কেড়েছেন ব্যাট এবং বল হাতে। অর্ধশতরান করার পাশাপাশি নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই ম্যাচেই ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স করলেন হার্দিক। এর আগে ভারতের সেরা অলরাউন্ড পারফরম্যান্স ছিল যুবরাজ সিংহের। তিনি একটি ম্যাচে অর্ধশতরান করার পাশাপাশি ৩টি উইকেট নিয়েছিলেন। সেটাই ছিল কোনও ভারতীয় ক্রিকেটারের সেরা।