Arijit

অখ্যাত হর্ষালের হ্যাটট্রিকে উড়ে গেল রোহিতের মুম্বাই, বিরাট জয় বেঙ্গালুরুর

রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে টসে জিতে প্রথমে আরসিবিকে ব্যাট করতে পাঠায় মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির দুরন্ত অর্ধশতরান এবং অলরাউন্ডার ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরানে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে 165 রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

   

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ডি’কক। পাওয়ার প্লে-তেই তারা 56 রান তুলে নেয়।

একটা সময় মুম্বাইয়ের রানের গতি দেখে মনে হচ্ছিল তারা খুব সহজেই জয় তুলে নেবে কিন্তু সেই সময় হঠাৎই বল হাতে জ্বলে ওঠেন আরসিবির জোরে বোলার হর্ষল প্যাটেল। দুরন্ত হ্যাটট্রিক করে ম্যাচের রং পাল্টায় দেন তিনি। প্রথম বলে হার্দিক পান্ডিয়া তারপরের বলে কায়রন পোলার্ড এবং তারপর রহুল চাহারকে আউট করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন হর্ষল। 111 রানেই শেষ হয়ে যায়  মুম্বাইয়ের ইনিংস, 54 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় আরসিবি।