Haseen Jahan reply to Third Marriage Proposal taking a dig at Mohammad Shami

‘মেয়েবাজ স্বামী যেন না জোটে’! তৃতীয় বিয়ের প্রস্তাব আসতেই চাঁচাছোলা জবাব হাসিন জাহানের

পার্থ মান্নাঃ হাসিন জাহানকে কমবেশি অনেকেই চিনে গিয়েছেন। আজ প্রায় ৬ বছর হল ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামির সাথে ডিভোর্সের মামলা চলছে তাঁর। শামির বিরুদ্ধে পরকীয়া থেকে শুরু করে নির্যাতনের মত একাধিক অভিযোগ আনা হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে বহুবার তাঁর বিরুদ্ধে পোস্ট করে চেন হাসিন। এমনকি প্রশ্ন তুলেছেন শামির চরিত্র নিয়েও।

তৃতীয় বিয়ের প্রস্তাব হাসিন জাহানকে

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মেয়ে আইরার একটি নাচের ভিডিও শেয়ার করেন হাসিন। একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে নারীশক্তির বন্ধন করতে দেখা যাচ্ছে ছোট্ট আইরাকে। বলার অপেক্ষার রাখে না সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। আর ভাইরাল হতেই এসেছে হাজারো লাইক কমেন্ট। সেখানেই এক নেটিজেন সোজা বিয়ের প্রস্তাব দিয়ে বলেন, ‘ম্যাম আপনি আমাকেই বিয়ে করে নিন…।’ তবে শুরুতে এই মন্তব্যের কোনো পাল্টা জবাব দেননি তিনি।

জবাবে শামিকে কটাক্ষ হাসিনের

তবে পরবর্তীকালে ফের এই কমেন্ট নিয়ে আলোচনা হতে শুরু করলে ওই কমেন্টে গিয়ে হাসিনা জবাব দেন। তিন লেখেন, ‘বিয়ের কোনও ইচ্ছা আর তাঁর নেই। জীবনে দুবার শিক্ষা পেয়েছেন, সেটাই যথেষ। উল্টে মেয়ের জন্য সুপাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেছেন।’ একইসাথে জানিয়েছেন, ‘একটাই কামনা কপালে যেমন ‘মেয়েবাজ স্বামী’ জুটেছিল মেয়ের ভাগ্যে যেন তেমনটা না হয়’।

মেয়ের সম্পর্কে বলতে গিয়ে হাসিন বলেন, ‘আমার বিয়ের চিন্তা ভুলে যান বরং আমার মেয়ের জন্য একটা ভদ্র, মেরুদন্ত সোজা পাত্র খুঁজে দিন আপনারা। সাথে দোয়া করুন আমার ভাগ্যে যেমন মেয়েবাজ স্বামী জুটেছে তেমন যেন আমার সন্তানের সাথে না হয়। আমি তো আল্লাহের কাছে প্রার্থনা করা এমন মেয়েবাজ স্বামী যেন কোনও মেয়ের কপাল না জোটে, আমিন’। অর্থাৎ বোঝাই যাচ্ছে ট্রোলিংয়ের জবাব যেমন দিলেন তেমনি শামিকে কটাক্ষ করার সুযোগও ছাড়েননি হাসিন।

প্রসঙ্গত, ২০১৪ সালে একসাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মহম্মদ শামি ও হাসিন জাহান। এরপর ২০১৫ সালেই ফুটফুটে কন্যা সন্তান আইরার জন্ম দেন হাসিন। কিন্তু পরবর্তীতে সম্পর্কে ভাঙ্গন ধরলে মা ও মেয়ে আলাদা হয়ে যান শামির থেকে। আজ প্রায় ৬ বছর ধরে আলিপুর করতে বিচারাধীন তাদের ডিভোর্সের মামলা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X