হাথরাস গণধর্ষণের ঘটনায় ৪ অভিযুক্ত এবার চিঠি লিখলেন সুপারিন্টেন্ডেন্টকে। মূল অভিযুক্তদের অন্যতম সন্দীপ সেই চিঠি লিখেছে বলে খবর। সেখানে চার অভিযুক্তই করেছে সম্মতিসূচক সই। তাদের দাবি, ‘মেয়েটির সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু তার বাড়ি থেকে এই বিষয়টা ভালো চোখে দেখা হত না।’ তাদের অভিযোগ, মেয়েটির বাড়ির লোকেরাই মেরে ফেলেছিল তাকে।