হিরো,Hero,ইলেকট্রিক স্কুটার,Electric Scoter,হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়া,Hero Electric Atria,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

Hero: সস্তায় পুষ্টিকর! কম দামে অত্যাধুনিক প্রযুক্তির ই-স্কুটার এনে চমকে দিলো Hero

নিউজ শর্ট ডেস্ক: ভারতের বাজারে দিনে ব্যাপক হারে চাহিদা বাড়ছে বাইক বিক্রির। তবে এখনকার দিনে তেলের খরচ বাঁচাতে অধিকাংশ বাইক প্রেমীরাই ঝুঁকছেন ঝুঁকছেন দুই চাকার ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) দিকে।

এই ধরনের বাইক গুলি গুলিতে একদিকে যেমন তেলের খরচ বাঁচানো যায় যায় তেমনি দাম কম হওয়ায় অনেকেই সাধ্যের মধ্যে বাইক কেনার সাধ পূরণ হয়ে থাকে।

তাই যদি আগামী দিনের কারও ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা থাকে তাহলে তার জন্য দারুন একটি অপশন হতে চলেছে হিরোর (Hero) নতুন ই-স্কুটার হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়া (Electric Atria)। এই ই-স্কুটারটির দামেও যেমন কম, তেমনি একবার চার্জ দিলেই অতিক্রম করতে পারে  দীর্ঘ দূরত্ব।

হিরো,Hero,ইলেকট্রিক স্কুটার,Electric Scoter,হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়া,Hero Electric Atria,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়ার বৈশিষ্ট্য

ভারতে হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়া ১ভেরিয়েন্টে পাওয়া যায়। হিরো ইলেকট্রিক অ্যাট্রিয়া এলএক্সের দাম ৭৭,৬৯০ টাকা। এই ই-স্কুটারগুলি একবার ফুল চার্জ হতে সময় লাগে ৪-৫ ঘন্টা।

আরও পড়ুন: তেল খরচ থেকে মিলবে রেহাই! ধামাকাদার অবতারে আসছে হিরোর ইলেকট্রিক বাইক!

আর এই ই-স্কুটারগুলি একবার চার্জ দিলে একবারে ৮৫ কিলোমিটার চলে। অর্থাৎ এর রেঞ্জ অনেক ভালো। এই ই-স্কুটারের মোটর মোট ২৫০ ওয়াট শক্তি উৎপন্ন করে থাকে। এই ই-স্কুটারগুলির এক্স-শোরুম দাম ৭৭,৬৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

Avatar

anita

X