নিউজ শর্ট ডেস্ক: ভ্রমণ পিপাসু পর্যটকদের (Tourist) প্রায় সারাবছরই পায়ের তলায় সর্ষে। আর ঘুরতে যাওয়ার জায়গা যদি কোনো পাহাড়ি এলাকা হয় তাহলে তো কথাই নেই। আর পাহাড় প্রেমীদের কাছে তো পাহাড় মানেই স্বর্গ। গগনচুম্বী পাহাড়ের সামনে দাঁড়িয়ে একবার নিজেকে সোঁপে দিতে পারলেই ব্যাস, নিমেষের মধ্যে দূর হয়ে যাবে সমস্ত ক্লান্তি।
এই কারণেই বলা হয় পৃথিবীতে প্রকৃতির থেকে সুন্দর আর কিছুই নেই। আমাদের দেশে রয়েছে এমনই একটি সুন্দর হিল স্টেশন। যা পর্যটকদের কাছে বিখ্যাত তার অপরূপ সৌন্দর্যের জন্য। ভারতের এই বিখ্যাত পর্যটনস্থলে গিয়ে পর্যটকরা একাধিক জায়গায় ভ্রমণ করতে পারেন।
এখানে কথা হচ্ছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কসৌলী (Kasauli) সম্পর্কে। এটি এমনই একটি জায়গা যার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় একাধিক হিল স্টেশন। কিন্তু হিমাচল প্রদেশের কসৌলী সৌন্দর্য একেবারে আলাদা।
কসৌলীতে গেলে মনে হবে প্রকৃতি যেন তার অপরূপ রূপের ডালি নিয়ে দুহাত তুলে স্বাগত জানাচ্ছে পর্যটকদের। সেইসাথে রয়েছে এখানকার মনোরম ঝর্ণা আর পাহাড়ের নিস্তব্ধতা। যা নিমেষের মধ্যে দূর করে দিতে পারে, পর্যটকদের সমস্ত ক্লান্তি।
আরও পড়ুন: ট্রেন থেকেই নেমেই পাবেন রাজকীয় হোটেল! জলের দরে বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC
দিল্লি থেকে কসৌলীর মোট দূরত্ব ৩০ কিলোমিটার। দিল্লি থেকে এই পথ পাড়ি দিতে সময় লেগে যায় মোট ৭ থেকে ৮ ঘন্টা। অনেকে বলে থাকেন এই গ্রামের নাম আগে ছিল কাসুল। যা ধীরে ধীরে কসৌলী হয়ে গিয়েছে।
এছাড়াও অনেকে বলে থাকেন সারা বছর এখানে ফুল ফুটে থাকার কারণে এই জায়গাকে অনেকে কুসুমাবলি অথবা কুসুমলী বলে থাকেন। সেই নামই ধীরে ধীরে কসৌলীতে পরিণত হয়েছে। এখানকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় পর্যটকদের।