নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে ভারতে ব্যাপক হারে বাড়ছে ব্যাটারি চালিত ই-স্কুটারের (E-Scooter) চাহিদা। তেলের খরচ বাঁচাতেই অধিকাংশ মানুষ এখন এই স্কুটারের দিকে ঝুকছেন। ইতিমধ্যেই আমাদের দেশে বেশ কিছু ব্যাটারি চালিত ই-স্কুটার রয়েছে। আর এবার জনপ্রিয় সার গোষ্ঠীর ইলেকট্রিক টু হুইলার নির্মাণকারী শাখা ইলেকট্রিক ইভি (Electric EV), ভারতে আনলো ব্যাটারি চালিত দুই চাকার গাড়ি।
ইতিমধ্যেই এই স্কুটারটি বাজারে যথেষ্ট সুনাম অর্জন করেছে। আর এবার সাধারণ মানুষের কথা ভেবেই এবার তারা একেবারে সস্তায় বাজারে এনেছে হাই স্পিড বৈদ্যুতিক স্কুটার। জানা আছে এই কোম্পানির নতুন স্কুটারের মডেলটির নাম দেওয়া হয়েছে Lectrix BaaS। এই স্কুটার টির এক্স শোরুম দাম পড়ছে মাত্র ৪৯ হাজার ৯৯৯ টাকা।
জানা যাচ্ছে ‘ব্যাটারি অ্যাজ এ সার্ভিস’ অফার করার জন্যই এত কম দাম। জানা যাচ্ছে ব্যাটারি ছাড়াই এই ই -স্কুটার কেনা যাবে। গ্রাহকরা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ব্যাটারি ব্যবহার করতে পারেন।
এই বাইক সংস্থার দাবি, ব্যাটারি অ্যাজ এ সার্ভিস হওয়ার কারণে অন্যান্য ই-স্কুটারের মডেলের তুলনায় এই স্কুটারের জন্য ক্রেতাদের ৪০ শতাংশ কম খরচ করতে হচ্ছে। জানা যাচ্ছে এই নতুন বৈদ্যুতিক স্কুটারগুলি একবার ফুল চার্জ হলে এটি এক টানা ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৫০কিলোমিটার। এছাড়াও এর ব্যাটারিতে দেওয়া হয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই এই কোম্পানি LXS ২.০ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। এই স্কুটার একবার ফুল চার্জ দিলে ৯৮ কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে। এতে রয়েছে ২.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যার এক্স-শোরুম দাম,৭৯,৯৯৯ টাকা। এই বাইক সংস্থার দাবি এই LXS ২.০ মডেলটি রেঞ্জ, গুণগত মান এবং দামের দিক দিয়ে একেবারে উৎকৃষ্ট।