উচ্চতা প্রায় ৭.১ ফুট। দানবাকৃতির কুস্তিগীরের কাছে হার মানতে বাধ্য হয়েছেন বিশ্বের বহু তাবড় তাবড় ক্রীড়াবিদরা। এমনকি তাঁর হাতে থাপ্পর খেয়ে নাকি অজ্ঞান হয়ে গেছেন বহু কুস্তিগীর। তিনি আপনার আমার সকলের পরিচিত দ্য গ্রেট খালি (The Great Khali) । যাঁর ভালো নাম দলীপ সিং রানা (Dalip Singh Rana) ।
বর্তমানে ‘দ্য গ্রেট খালি’-কে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। WWE-এর হাত ধরে এসেছে তাঁর জনপ্রিয়তা। কঠোর পরিশ্রম এবং নিজের প্রতিভার মাধ্যমেই আজ তিনি পেয়েছেন সাফল্য। তবে আজকের এই প্রতিবেদনে তাঁকে নিয়ে নয় বরং কথা বলব তাঁর মেয়েকে নিয়ে।
জনপ্রিয়তার শীর্ষে থাকলেও একটা সময় আর্থিক কষ্টে ভুগতে হয়েছে তাঁকে। আর্থিক অসচ্ছলতার কারণে দিতে পারতেন না স্কুলের ফি। একটা সময় বাধ্য হয়ে ছেড়ে দেন পড়াশুনো। পরিবারের পাশে দাঁড়াতে মাত্র ৫ টাকার পারিশ্রমিকের বিনিময়ে শুরু করেন শ্রমিকের কাজ। তবে WWE-তে অংশগ্ৰহণ করার পরেই বদলে যায় তাঁর জীবন।
গ্রেট খালিকে সবাই চিনলেও অন্ধকারেই রয়ে গেছে তাঁর স্ত্রী, কন্যা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি ভালোবাসেন দলীপ। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তিনি পোস্ট করেন স্ত্রী, কন্যার বিষয়ে। এই কুস্তিগীরের স্ত্রীয়ের নাম হরমিন্দর কউর। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন গ্রেট খালি।
বিয়ের পর বদলেছে খালির ভাগ্য। তবে সবচেয়ে বেশি সফলতা এসেছে কন্যা অবলীন রানা তাঁর জীবনে আসার পর। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে দলীপ এবং হরমিন্দরের ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত এই তারকা দম্পতি। ‘দ্য গ্রেট খালির’ সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে মেয়ের সঙ্গে তাঁর নানান খুনসুটি।