Investment

Papiya Paul

Investment: ফের FD-তে সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক! জানুন কত সময়ের FD-তে কত সুদ পাবেন?

নিউজশর্ট ডেস্কঃ এখন বহু মানুষ শুধুমাত্র অর্থ রোজগার নয়। এর পাশাপাশি বিনিয়োগে(Investment)র দিকেও মনোযোগ দিয়েছেন। আর বিনিয়োগের ক্ষেত্রে সবার দুটো জিনিস মাথায় আসে। প্রথমত, যেখানে অর্থ বিনিয়োগ করছেন সেই জায়গা নিরাপদ কিনা এবং টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন আসবে? এক্ষেত্রে বিনিয়োগের জন্য অন্যতম জনপ্রিয় অপশন হল ফিক্সড ডিপোজিট(Fixed Deposit)।

   

এখানে অর্থ বিনিয়োগ করা নিরাপদ এবং ঝুঁকিহীন। যে কোনো স্কিমে অর্থ বিনিয়োগের থেকেও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে রিটার্ন বেশি পাওয়া যায়। পোস্ট অফিস এবং ব্যাঙ্ক উভয় ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিটের অর্থ বিনিয়োগ করা যায়। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের সুদের হার একরকম। আর বিভিন্ন ব্যাংকের সুদের হার আলাদা আলাদা হয়। সম্প্রতি এইচডিএফসি ব্যাংক(HDFC Bank) বিনিয়োগের ক্ষেত্রে তার সুদের হার পরিবর্তন করেছে।

এই ব্যাংক ডোমেস্টিক NRO, NRE, গ্রাহকদের জন্য নতুন সুদের হার এনেছে। গত ৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। HDFC ব্যাঙ্ক ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকার বেশি বাল্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারের পরিবর্তন করেছে।

Fixed Deposit Rate

আরও পড়ুন: Fixed Deposit: FD-তে মিলছে ৯.৫০ শতাংশ সুদ! এই ব্যাঙ্কে টাকা জমালে হয়ে যাবেন কোটিপতি

জেনে নেওয়া যাক এই বাল্ক ডিপোজিট আসলে কি? যে কোনো ব্যাংকে ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকার অর্থ বিনিয়োগ করলে সেটিকে বাল্ক ডিপোজিট বলা হয়। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ৪.৭৫ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ সুদ দিয়ে থাকে। এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা সাধারণ নাগরিকদের থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। গত ৩ ফেব্রুয়ারি থেকে এই ব্যাংক ডিপোজিটের ওপর নতুন সুদের হার লাগু করেছে।

Fixed Deposit

চলুন তাহলে কবে থেকে কি সুদের হার রয়েছে সেটা জেনে নেওয়া যাক-

  • এই HDFC ব্যাংকে ৭ থেকে ২৯ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। আর সিনিয়র সিটিজেনদের ৫.২৫ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে।
  • আবার ৩০ থেকে ৪৫ দিনের এফডি-র উপর ৫.৫০ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে৷ যেখানে প্রবীণ নাগরিকরা পাবেন ৬.০ শতাংশ।
  • আর ৪৬ থেকে ৬০ দিনের ডিপোজিটে সাধারণ গ্রাহকদের সুদের হার দেওয়া হবে ৫.৭৫ শতাংশ এবং ও সিনিয়র সিটিজেনদের সুদের হার দেওয়া হবে ৬.২৫ শতাংশ।
  • ৬১ থেকে ৮৯ দিনের ডিপোজিটের উপর সাধারণ নাগরিকরা ৬.০০ শতাংশ সুদের হার পাবেন। প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৫০ শতাংশ।
  • ৯০ দিন থেকে ৬ মাসের মেয়াদে ৬.৫০ শতাংশ সুদ মিলবে।
  • ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের মেয়াদে ৬.৬৫ শতাংশ সুদ পাবেন।
  • ৯ মাস ১ দিন বা ১ বছরের মধ্যে ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
  • ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদে সাধারণ গ্রাহকরা ৭.৪০ শতাংশ সুদ পেয়ে যাবেন।
  • ১৫ মাস থেকে ২ বছরের মেয়াদে ৭.০৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
  • ২ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৭.০০ শতাংশ সুদের হার পাওয়া যাবে।