নিউজশর্ট ডেস্কঃ মানুষের শরীরে নাভি এমন একটি অঙ্গ যেটিকে সঠিকভাবে সুস্থ এবং পরিষ্কার রাখা থাকলে সারা শরীরে এর উপকারিতা পাওয়া যায়। আয়ুর্বেদের মতে, এমন কিছু তেল রয়েছে যা নাভিতে নিয়মিত মালিশ করলে ত্বকের উপকার পাওয়া যায়। এর পাশাপাশি পেট ভালো থাকে।
আর নাভি আরো অনেক বেশি উজ্জ্বল ও সুন্দর হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো নাভিতে তেল দিলে কি কি উপকার পাওয়া যায়? নাভিতে তেল দিলে হজম সংক্রান্ত নানা রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে অনেকে মনে করেন। এছাড়া পেটের মাঝে মাঝে ব্যথা রয়েছে তারা নাভিতে নিয়মিত তেল দিতে পারেন।
এন্টি ফাঙ্গাল এবং এন্টি ব্যাকটেরিয়াল ক্ষমতাযুক্ত এমন কিছু তেল রয়েছে। যেগুলো ব্যবহার করলে ইনফেকশনের সমস্যা কমে যায়। মনে করা হয়, সঠিকভাবে মালিশ করলে অনেক রকমের পেটের ব্যথা যেমন পিরিয়ডের ব্যথাও কমে যেতে পারে। সরিষার তেলের দু থেকে তিন ফোঁটা রোজ নাভিতে মালিশ করলে অনেক উপকার মিলে। কারণ সরিষার তেলের মধ্যে ভিটামিন এ ভিটামিন এবং প্রোটিন ভালো পরিমাণে থাকে।
এই তেল নাভিতে দিলে ত্বক উজ্জ্বল হয়ে যায়। নারিকেলের তেল নাভিতে দিলেও অনেক উপকার মেলে। এই তেল নাভিতে দিলে ইনফেকশনের সমস্যা দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এছাড়া ব্যবহার করতে পারেন নিম পাতার তেল। কারণ এই নিম পাতার তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুনাগুন থাকার জন্য নানা রকমের ইনফেকশন থেকে উপকার পাওয়া যায়।
বিশেষ দ্রষ্টব্য: এগুলি বিভিন্ন বই এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে প্রতিবেদনটি লেখা হয়েছে। তাই বিশেষ কোন প্রয়োজন হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা জানানো হচ্ছে।