নিউজশর্ট ডেস্কঃ এবছর কিছুটা দেরিতেই এসেছিল বৃষ্টি। তবে বিগত কয়েক সপ্তাহে যে হরে বৃষ্টিপাত হয়েছে তাতে সুদে আসলে সব মিটিয়ে দিয়েছে। এদিনে শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস পরে গেলেও বৃষ্টির থেকে রেহাই নেই। নিম্নচাপের জেরে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি থেকে ঝড়ের আশঙ্কা জারি করেছে আবহাওয়া দফতর। কেমন থাকবে আজকের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ ২২শে অগাস্ট দক্ষিণের একাধিক জেলাতেই বৃষ্টি হবে। কলকাতার আকাশ প্রায় সারাদিনই মেঘাছন্ন থাকবে। তবে মাজ্জে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি এর আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫% থাকে ৯৫% পর্যন্ত থাকার জেরে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের জেরে বর্ষা শেষ হলেও বৃষ্টি হয়েই চলেছে। আজও দক্ষিণ ২৪ পরগণা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২ ৪ পরগণা, পুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জেলাতেই মাঝির বৃষ্টির সম্ভাবনা আছে, সাথে বজ্রপাতও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরের জেলাগুলোতেও অবিরাম বর্ষণ হয়েই চলেছে। আজও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে। যার জেরে রাস্তাঘাটে জল জমা থেকে শুরু করে পাহাড়ি রাস্তায় ধস নামতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকালও কমবেশি একই থাকবে পরিস্থিতি। শুক্রবারে দক্ষিণের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণ ২ ৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরেও অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। যেটা আগামীকালও বজায় থাকবে বলেই জানা যাচ্ছে।