নিউজশর্ট ডেস্কঃ আগস্টের শেষ এসে গেলেও বর্ষার বিদায় ঘন্টা বাজেনি। গাঙ্গেয় বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ আর সাথে মৌসুমী অক্ষরেখা দুইয়ে মিলে অবিরাম বর্ষণ চলছে দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই। গতকালই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে কলকাতা সহ একাধিক জেলায়, সাথে ছিল বজ্রপাত। আজ কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন কি বলছে আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়া
যেমনটা শুরুতে বলা হয়েছে, গতকাল থেকেই আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ কলকাতার আকাশ মেঘাচ্ছন থাকছে। সাথে বিক্ষপ্ত ভাবে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ শতাংশ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত হতে পারে, যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবারে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, আজ প্রায় ৭০-১১০ মিলি বৃষ্টি হতে পারে তাও বজ্রপাত সহ। এছাড়া কলকাতা, হাওড়া হুগলি থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরেও বৃষ্টি হয়েই চলেছে। আজ অর্থাৎ শুক্রবারেও হাওয়া অফিসের তরফ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া কালিমপং, আলিপুরদুয়ারের মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
বঙ্গোপসাগরে নিম্নচাপ তো ছিলই, যেটা ধীরে ধীরে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে। যার জেরে আগামী শনি ও রবিবার বজ্রপাত সহ বৃষ্টি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলায় অতিভারী বৃষ্টি আপাতত কমছে। মাঝারি বৃষ্টিতেই ভিজবে উত্তরের জেলাগুলি।