Passport

Passport: কোন দেশের পাসপোর্ট কত বেশি শক্তিশালী! জানেন ভারতের র‌্যাঙ্কিং কত?

নিউজ শর্ট ডেস্ক: সদ্য প্রকাশ্যে এসেছে হেনলে পাসপোর্ট ইনডেক্স ২০২৪ (Henley Passport Index 2024)। এই তালিকায় এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী (Worlds most Powerful) পাসপোর্টের (Passport) খেতাব জিতে নিয়ে শীর্ষস্থান দখল করেছে ফ্রান্স (France)। কারণ এই দেশের পাসপোর্ট নিয়ে গেলে ১৯৪ টি দেশে ভিসা মুক্ত প্রবেশ অধিকার দেওয়া হয়। আসলে যে কোনো  দেশের পাসপোর্টের শক্তি দিয়েই বোঝা যায় সেই দেশ গোটা বিশ্বে কত বেশি প্রভাবশালী।

তবে এবছর পাসপোর্ট সূচকে ভারতের পারফরম্যান্স (India’s Perfomance) গত বছরের তুলনায় কিন্তু বেশ খারাপ। এই বছর ভারতীয় পাসপোর্ট এক ধাপ পিছিয়ে গিয়ে ৮৫ নম্বর স্থান দখল করেছে। প্রসঙ্গত একটি দেশের পাসপোর্ট ঠিক কতটা শক্তিশালী তা ভিসা মুক্ত প্রবেশ অধিকারীর ভিত্তিতে হেনলে সূচক দ্বারা নির্ধারিত হয়।  অর্থাৎ যে দেশের পাসপোর্ট ব্যবহার করে অনেক বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় সেই দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী হয়।

কোন কোন দেশ শীর্ষস্থান দখল করেছে?

ফ্রান্সের পাশাপাশি এবছর  শীর্ষ স্থান দখল করেছে জার্মানি, ইতালি, জাপান,সিঙ্গাপুর এবং স্পেন। এছাড়াও এই হেনরি পাসপোর্ট রাঙ্কিংয়ে ১৯৩ টি ভিসা মুক্ত গন্তব্য স্থান নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, এবং সুইডেনের মত দেশ। এরপরই ১৯২ টি দেশে ভিসা মুক্ত প্রবেশ অধিকার দেওয়ার নিরিখে এই তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে অস্ট্রিয়া।

হেনলে পাসপোর্ট ইনডেক্স ২০২৪,Henley Passport Index 2024,ভারতের পারফরম্যান্স,India's Perfomance,বিশ্বের সবচেয়ে শক্তিশালী,Worlds most Powerful,পাসপোর্ট,Passport,ফ্রান্স,France,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

র‌্যাঙ্কিংয়ে ভারতের স্থান হতাশজনক

গত বছর হেনলি পাসপোর্ট রাঙ্কিংয়ে ভারত ৮৪তম স্থানে ছিল।  কিন্তু এ বছর তা নেমে গিয়ে দাঁড়িয়েছে ৮৫তম স্থানে। যা বেশ অবাক করেছে বিশেষজ্ঞদের। কারণ গত বছর, ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা বিনামূল্যে ৬০টি দেশে ভ্রমণ করতে পারলেও এই বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২টিতে। সম্প্রতি ইরান সেদেশে ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের কথা ঘোষণা করেছে। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কাও ভারতীয়দের জন্য ভিসা ফ্রি প্রবেশাধিকার ঘোষণা করেছে।

আরও পড়ুন: সাবধান, একটা ভুলেই হতে পারে জেল! আরও কড়া হল হোয়াটসঅ্যাপ পরিষেবা

পাকিস্তান মালদ্বীপের পাসপোর্টের র‌্যাঙ্কিং কত?

পাসপোর্ট রাঙ্কিংয়ে পাকিস্তান গত বছরের মতো এবারও ১০৬ তম স্থান নিজেদের দখলে রেখেছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশও গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১০১তম থেকে ১০২তম স্থানে নেমে এসেছে।এছাড়াও ভারতের আরও এক প্রতিবেশী দেশ মালদ্বীপের পাসপোর্ট আগের মতোই মজবুত রয়েছে। এদেশের পাসপোর্ট ৫৮ তম স্থানে রয়েছে। এই পাসপোর্ট নিয়ে ৯৬টি দেশে ভিসা ফ্রি ভ্রমণ করা যাবে।

হেনলে পাসপোর্ট ইনডেক্স ২০২৪,Henley Passport Index 2024,ভারতের পারফরম্যান্স,India's Perfomance,বিশ্বের সবচেয়ে শক্তিশালী,Worlds most Powerful,পাসপোর্ট,Passport,ফ্রান্স,France,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

চীনের পাসপোর্ট কত নম্বরে?

হেনলি পাসপোর্ট সূচকে চীনের পাসপোর্ট-ও দারুন শক্তিশালী। এবছর দুই পয়েন্ট এগিয়ে ৬৪তম অবস্থানে এসেছে চীন।একই সঙ্গে আমেরিকার পাসপোর্টও গত বছরের তুলনায় এ বছর শক্তিশালী হয়েছে। গত বছর আমেরিকা ৭ম স্থানে থাকলেও এ বছর তা  ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে।

Avatar

anita

X