নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে বেহাল দশা চাকরির। এখন সরকারি চাকরির আশা ছেড়ে বেসরকারি চাকরির দিকে যাচ্ছে বহু মানুষ কিন্তু বর্তমান সময়ে বেসরকারি চাকরিও সেভাবে মিলছে না। আর তাই নিজের জন্য বেশি অর্থ উপার্জনের আশায় ব্যবসা(Business) শুরু করছেন তরুণ প্রজন্মরা। তবে হঠাৎ করে যে কোন ব্যবসায় নেমে গেলে লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন কিছু ব্যবসার(Business Idea) কথা বলব, যেগুলোতে লাভের সম্ভাবনা বেশি আছে এবং আপনি চাইলে বাইরে না গিয়ে বাড়িতে বসেও এই ব্যবসাগুলি শুরু করতে পারেন। এই ব্যবসাগুলোতে আপনাকে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে না।
১) বিউটি পার্লারের ব্যবসা: এই সময় প্রচুর মহিলারা বিউটি পার্লারের কাজ শিখে বাড়ি বসেই মোটা টাকা উপার্জন করছেন। যেকোনো উৎসব কিংবা বিয়ের অনুষ্ঠান বা পার্টি সবেতে এখন মেকআপ করতে পছন্দ করেন মহিলারা। প্রথমে মেকআপ শিখতে গেলে একটি মোটা অংকের টাকা খরচ করতে হয়। কিন্তু একবার এই কাজ ভালোভাবে করতে পারলে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা উপার্জন করা যায়। আর যারা মেকাপের কাজ করে জনপ্রিয়তা প্রচুর পেয়ে গেছে তারা তো লাখ টাকাও উপার্জন করছেন।
২) আচার তৈরির ব্যবসা: একসময় বাড়িতে মা-ঠাকুমারা আচার তৈরি করতেন। এখন এই আচার আপনিও বাড়িতে বসে তৈরি করে মোটা টাকা উপার্জন করতে পারেন। এক্ষেত্রে কমপক্ষে ৫০০ স্কয়ার ফুট জায়গা হলেই হয়ে যাবে। এই ব্যবসার জন্য একক কাড়ি টাকা বিনিয়োগ না করে মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে আপনি আচার ব্যবসা শুরু করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন আচার যেহেতু খাবার জিনিস তাই অবশ্যই ফুড লাইসেন্স গ্রহণ করতে হবে এবং আপনাকে আপনার ব্যবসার একটি রেজিস্ট্রেশন করাতে হবে। সঠিকভাবে যদি আপনি আপনার ব্যবসা করতে পারেন তাহলে প্রত্যেক মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা অনায়াসে উপার্জন করতে পারবেন।
আরও পড়ুন: পুরুষ-মহিলা সবার ইনকামের সুবর্ণ সুযোগ! ২০২৪-এ এই ইউনিক ব্যবসা দিয়েই মাসে ঢুকবে প্রচুর টাকা
৩) গিফটের ব্যবসা: যে কোন অনুষ্ঠানে গেলে এখন গিফট দিতেই হয়। আপনি চাইলে নিত্যনতুন আধুনিক ধরনের গিফট তৈরি করে কিংবা পাইকারি মার্কেট থেকে ভালো গিফট কিনে এনে সেগুলো নিজের দোকানে সাজিয়ে বিক্রি করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যত বেশি সৃজনশীল হবেন ততবেশি আপনার দোকানের জিনিসের চাহিদা বাড়বে। আর এতে করে আপনার ব্যবসা দ্রুতগতিতে এগিয়ে চলবে। তাই নিজের বাড়িতে বসেই বেশ মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন।