Business Idea

Business Idea: মাত্র ২০০০ টাকা পুঁজিতে শুরু করুন এই ৪ ব্যবসা, উপার্জন হবে কাঁড়ি কাঁড়ি টাকা

নিউজশর্ট ডেস্কঃ ব্যবসা(Business) করতে গেলে মোটা অঙ্কের পুঁজির প্রয়োজন হয়। কিন্তু সব ব্যবসার ক্ষেত্রে যে পুঁজি লাগে এমন নয়। এমন কিছু ব্যবসা রয়েছে যেখানে কিছু অল্প অর্থ দিয়ে কিংবা মূলধন ছাড়াই ব্যবসা করা যায়। আজকের এই প্রতিবেদনে এমনই চারটি ইউনিক ব্যবসার আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। যে ব্যবসা গুলো আপনারা মাত্র ৫ হাজার টাকার কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন।

১) পরিবেশবান্ধব ব্যাগ: এখন সরকারের তরফ থেকে প্লাস্টিক এবং পলিব্যাগ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। এমনকি বেশ কিছু জায়গাতে এই ব্যাগ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। আপনি এই সময়কে কাজে লাগিয়ে কাগজের বা কাপড়ের ব্যাগ তৈরির ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার ক্ষেত্রে আপনার পুঁজি কম লাগবে এবং মোটা টাকা উপার্জন করা যাবে। আপনি চাইলে কম দামেও এই ব্যাগগুলো বিক্রি করে চাহিদা বাড়াতে পারেন।

২) কোচিং সেন্টার: আপনি যদি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার শিক্ষার মাধ্যমে অন্যদের শিক্ষিত করার চেষ্টা করে থাকেন। তাহলে এই শিক্ষাগত দক্ষতাকে কাজে লাগিয়ে একটি কোচিং সেন্টার খুলে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি জায়গা না থাকে তাহলে অন্য কোন বাড়ি ভাড়া নিয়েও কোচিং সেন্টার খুলতে পারেন। অনলাইনেও এখন কোচিং সেন্টার খোলা যায়। এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে থেকেই মোটা টাকা উপার্জন হবে।

আরও পড়ুন: Business Idea: লাগবে না ১ টাকাও পুঁজি, এই ৩ ব্যবসা করে রাতারাতি ঘরে ঢুকবে মুঠো মুঠো টাকা

৩) পেয়িং গেস্ট পরিষেবা: ভালো মোটা টাকা উপার্জনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পেয়িং গেস্ট পরিষেবা। আপনার বাড়িতে যদি অতিরিক্ত ঘর থাকে তাহলে সেটা কলেজ স্টুডেন্ট বা কোন চাকরিজীবীদেরকে ভাড়া হিসেবে দিতে পারেন। অল্প পুঁজির মধ্যে এই ঘরগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে পারলেই প্রত্যেক মাসে এই ঘর ভাড়া থেকে মোটা টাকা উপার্জন হবে।  আপনার এর জন্য বাইরে যাওয়ার দরকার হবে না।

৪) আয়রন সার্ভিস: আগেকার দিনের মতো এখনো জামাকাপড় দোকানে ইস্ত্রি করতে দেন অনেকেই। নিজের সময় বেরকরতে না পারার জন্য দোকানে ইস্ত্রি করতে দিয়ে দেন। শুধুমাত্র ইস্ত্রি নয়, জামাকাপড় ধোয়ার ক্ষেত্রেও অনেকে দোকানে দেয়। আপনি চাইলে কর্মচারী দিয়ে এরকম আয়রন সার্ভিসের দোকান খুলে দিতে পারেন। এক্ষেত্রে আপনার যদি জায়গা না থাকে তাহলে দোকান ভাড়া দিয়েও ব্যবসা শুরু করতে পারেন।  এই ব্যবসার মাধ্যমে মোটা টাকা উপার্জন করা সম্ভব হয়।

Papiya Paul

X