ছবিতে ‘O’র মাঝে লুকিয়ে আছে একটি মাত্র শূন্য, মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ব্রেন টিজারগুলো ভাইরাল হয়, তার মধ্যে একটি জনপ্রিয় হল অপটিক্যাল ইলিউশন(Optical Illusion) বা চোখের ধাঁধা। এখন প্রায়সই সোশ্যাল মিডিয়া ঘাটার সময় এই ইলিউশনগুলো আমাদের নজরে চলে আসে। তখন সাময়িক ইচ্ছে করে উত্তর খোঁজার চেষ্টা করেন নেট নাগরিকরা। তেমনই ইলিউশন নিয়ে এসেছি আজকেও আপনাদের কাছে।

কোন কোন ধাঁধা খুঁজে পেতে কম সময় লাগে, আবার কোনটা এত কঠিন হয় অনেকটা সময় লেগে যায়। তবে যাদের বুদ্ধি বেশি তারা খুব সহজেই এ ধাঁধার উত্তর দিতে পারেন। এই প্রতিবেদনে যে ছবি দেখা যাচ্ছে তার মধ্যে অজস্র ‘O’ এর মধ্যে একটি মাত্র ‘0 Zero’ রয়েছে। আপনি যদি ১৫ সেকেন্ডের মধ্যে এটি খুঁজে বের করতে পারেন তাহলে সত্যিই আপনি জিনিয়াস।

এই ধরনের উত্তর খুঁজে পাওয়ার জন্য প্রচুর মনোনিবেশের প্রয়োজন হয়। সহজে এই উত্তর পাওয়া যায় না। আপনারা যারা এই লেখাটি পড়ছেন কিংবা ছবিটি দেখছেন তাদের মধ্যে অনেকেই উত্তর খুঁজে পেয়ে গিয়েছেন। চলুন তাহলে আপনাদেরকে উত্তরটা একবার বলেই দিই।

এখানে দ্বিতীয় লাইনের একদম শেষের আগে জিরো আছে। অনেকক্ষন ধরে খোঁজার পরেও আপনার চোখে পড়েনি তো? এই জন্য এটিকে চোখের ধাঁধা বলে।

Papiya Paul

X