Post Office Rules

Post Office Rules: পোস্ট অফিসে চালু হচ্ছে নতুন নিয়ম! এই জিনিসটি লাগবে, নাহলে বন্ধ হতে পারে টাকা জমা-তোলা

নিউজশর্ট ডেস্কঃ সুরক্ষিত এবং নিশ্চিত রিটার্নের জন্য বহু মানুষ ব্যাংক এবং পোস্ট অফিসেই অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে এবার পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। এখন পোস্ট অফিসে বিনিয়োগ করতে গেলেই প্যান নম্বরটি যাচাই করা হবে। পোস্ট অফিসের(Post Office) তরফ থেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটি এখন যাচাই করা হবে।

এর পাশাপাশি বিনিয়োগকারীর দেওয়া নাম, বয়স, ঠিকানা, যাবতীয় তথ্য প্যান কার্ড ও আধার কার্ডের সঙ্গে মিলছে কিনা সেটিও দেখা হবে। ২০২৩-এর এপ্রিল থেকে পোস্ট অফিসে যে কোন স্কিমে বিনিয়োগ করার সময় এই প্যান কার্ড ও আধার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। সেক্ষেত্রে সমস্ত তথ্যের মিল আছে কিনা সেটা যাচাই করার পরেই বিনিয়োগ করার অনুমতি মিলবে বিনিয়োগকারীর।

এক্ষেত্রে নথিপত্রের সঙ্গে বিনিয়োগকারীর দেওয়া তথ্যের কোনো রকমের অমিল থাকলে সেক্ষেত্রে ওই বিনিয়োগকারী কোন স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারবেন না। এক্ষেত্রে প্যান কার্ডের বৈধতা যাচাইর ক্ষেত্রে সিবিএস সিস্টেম টি প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে। এই প্রোটিন সিস্টেম থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই প্যান কার্ডগুলোর বৈধতা নির্ধারণ করা হয়। এই পদ্ধতিটি ২০২৪ সালের ৩০ শে এপ্রিল পর্যন্ত চালু ছিল।

Post Office

আরও পড়ুন: Indian Railways: এই তিনটি সংখ্যা মাথায় রাখুন, রেল সফরে বিপদে পড়লেই পাবেন হেল্প!

আর ১ মে ২০২৪ থেকে প্যানের বৈধতা সংক্রান্ত প্রোটিন সিস্টেমটিতে বিশেষ কিছু সংশোধন করা হয়েছে। এই সরকারি সঞ্চয় প্রকল্পগুলোর সাধারণ নিয়ম অনুযায়ী,বিজ্ঞপ্তির মাধ্যমে প্রোটিন সিস্টেমের পরিবর্তন করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী বিশেষ কিছু ঘটনা ঘটার আগে বিনিয়োগকারীর প্যান কার্ডের বৈধতা যাচাই করা হয়েছে কিনা পোস্ট অফিসকে সেটা নিশ্চিত করতে হবে।

Post Office

হঠাৎ করে কোন অ্যাকাউন্টে ব্যালেন্স যদি পঞ্চাশ হাজার টাকা ছাড়িয়ে যায় এবং সেক্ষেত্রে আর্থিক বছরের অ্যাকাউন্টের সীমা এক লক্ষ টাকা ছাড়িয়ে যায় তাহলে সেই বিনিয়োগকারির প্যান কার্ড সম্পর্কিত সঠিক তথ্য পোস্ট অফিসে জমা করতে হবে। এক মাসের মধ্যে কোন একাউন্ট থেকে টাকা তোলা অথবা ট্রান্সফার করা টাকার পরিমান যদি ১০ হাজার ছাড়িয়ে যায়, তাহলে প্যানের বৈধতা যাচাই করা বাধ্যতামূলক হবে।

Avatar

Papiya Paul

X