Bank

Papiya Paul

Bank: বাড়ছে লোন নেওয়ার পরিমাণ, জমা পড়ছে না টাকা! ভবিষ্যতে লোন দিতে পারবে না কোনো ব্যাঙ্ক!

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সেখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা সমস্ত খরচ মিটিয়ে সঞ্চয় করতে পারছেন না। এর ফলে ব্যাংকের(Bank) টাকা ও সেভাবে জমানো হচ্ছে না। ব্যাংকে টাকা জমা দেওয়ার হার অনেক কমে গিয়েছে।

   

কিন্তু ব্যাংকে ডিপোজিটের তুলনায় ব্যাংকে ঋণ প্রদান বৃদ্ধির হার আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। সরকারি ব্যাংকগুলোর তুলনায় বেসরকারি ব্যাংকগুলোর ঋণ প্রদান বৃদ্ধির হার অনেকটাই বেশি। আসলে মানুষ এখন ব্যাংকে যতটা টাকা জমা রাখছে তার থেকে বেশি লোনের চাহিদা হচ্ছে।

আগামী দিনেও যদি এরকম ভাবেই চলতে থাকে, তাহলে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় বিরাট বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি এরকম যদি চলতে থাকে তাহলে ব্যাংকগুলো ঋণ প্রদানও বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Bank Rules

আরও পড়ুন: Aadhaar Card: এবার Aadhaar Card দিয়েই তোলা যাবে টাকা! লাগবে না কোনো পিন, ওটিপি

এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতীয় ব্যাংকগুলোকে দ্রুত ঋণ প্রদান বৃদ্ধির হার কমিয়ে ডিপোজিট বৃদ্ধির হারের সমান জায়গায় নিয়ে আসা দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। অর্থাৎ তারা মনে করছেন যে ভবিষ্যতে ব্যাংকের ডিপোজিট করার পরিমাণ আরো কমতে পারে। কারণ এখন বহু মানুষ ব্যাংকে টাকা রাখার পরিবর্তে শেয়ার মার্কেটে টাকা রাখছেন।

এছাড়া ব্যাংকে এখন সুদের হার অনেক কম থাকায় সাধারণ মানুষের সেভাবে আকৃষ্ট হচ্ছে না। আগামী দিনেও যদি এভাবে একই পদ্ধতি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত অর্থ থাকবে না। তাই ভারতীয় ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য ঋণ প্রদানের হার কিছুটা কমিয়ে আনতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নাহলে আগামী দিনে অর্থনৈতিক দিকে এক বিরাট সঙ্কট আসতে পারে।