বলিউড ভাইজান সলমন খানের আসন্ন ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নিয়ে ফ্যানেদের মধ্যে আগ্রহের শেষ নেই। আগামী ঈদে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে সালমানের নতুন লুক প্রকাশ্যে আসার পর থেকেই নানা বিতর্ক সৃষ্টি হয়েছে ছবিটিকে নিয়ে। স্টারকাস্ট পরিবর্তনের গুঞ্জন শেষ না হতে হতেই এবার ছবির নাম পরিবর্তন নিয়ে গুঞ্জন। মিডিয়া সূত্রে শোনা যাচ্ছে ফের বদলেছে ছবির নাম।
কিছুদিন আগেই সামনে এসেছে সালমান খানের লুক। লম্বা চুল, হাতে স্টিলের রড আর চোখের সানগ্লাসে তেরে নামের ‘রাধে’ কে স্মরণ করছে সিনেপ্রেমী মানুষ। আর এরপর থেকেই ধারাবাহিকভাবে খবরের শিরোনামে রয়েছে ছবিটি। মিডিয়া সূত্রে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী ছবির শুটিংয়ের জন্য হায়দ্রাবাদও পৌঁছে গেছেন ভাইজান। তবে এছাড়াও এই মুহূর্তে পেজ থ্রি-র টাটকা টপিক, আরও একবার নাম পরিবর্তিত হতে চলেছে দাবাং এর আসন্ন ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র। জানা যাচ্ছে ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ থেকে বদলে ‘ভাইজান’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন খোদ সালমান খান। তবে ছবির নাম পালটে ‘ভাইজান’ রাখার যৌক্তিকতা কী? কেন পাল্টাচ্ছে ছবির নাম? প্রশ্ন জেগেছে দর্শকদের মধ্যে।
মিডিয়া সূত্রে খবর, ছবিটিতে আসলে এক একান্নবর্তী পরিবারের গল্প দেখানো হয়েছে। যেখানে পরিবারের মাথা এক এক দাদা, আর তাকে সবাই ভালোবেসে ভাইজান বলে সম্বোধন করে। আর তাই নাকি সালমান আর নির্মাতারা মিলে ‘ভাইজান’ নামটিকেই চূড়ান্ত করেছেন। যদিও সলমন খানের ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’ নিয়ে বলি পাড়ায় চর্চা দীর্ঘদিনের। শুটিং শুরু হওয়ার পর বহুবার পরিবর্তন হয়েছে কাস্টিং-এও। প্রযোজনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা, এছাড়াও আগে জানা গিয়েছিল যে ছবিতে সালমান খানের ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন জাহির ইকবাল এবং আয়ুশ শর্মা। তবে অবশ্য পরবর্তীকালে ছবি থেকে বাদ পড়েছেন আয়ুশ শর্মা এবং জাহির ইকবাল। জানা গেছে তাদের জায়গায় অভিনয় করবেন জাসি গিল এবং সিদ্ধান্ত নিগম।
এই অভিনেতারা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাঘব জুয়েল এবং মালভিকা শর্মা। সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়েকে। ক্রিউমেম্বার সূত্রে পাওয়া খবর অনুযায়ী ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে পারেন জগপতি বাবু। তবে সালমান অনুরাগীদের জন্য রয়েছে আরও কিছু সুখবর। খুব শীঘ্রই সলমন খানকে টাইগার 3, বজরঙ্গি ভাইজান 2 এবং কিক 2-এর মতো ছবিতে দেখা যাবে। শুধু তাই নয়, শাহরুখের পাঠান ছবিতে টাইগার চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।