Papiya Paul

রয়্যাল এনফিল্ডকে টক্কর দেবে হিরোর এই বাইক! দাম আপনার নাগালের মধ্যেই

নিউজশর্ট ডেস্কঃ মধ্যবিত্ত ঘরে এখন একটা করে বাইক(Bike) মাস্ট। যাতায়াতের সুবিধার ক্ষেত্রে এবং বাজেটেও কম থাকায়, প্রত্যেকেই বাইক কিনে ফেলছেন। তবে শুধু বাইক কিনলেই হলো না, এর সাথে সমস্ত ফিচার, বাজেট সবকিছুই দেখে রাখা উচিত। ক্রেতা অনুযায়ী বাইকের মডেল এবং চাহিদা আলাদা রকমের হয়। যেমন মধ্যবিত্ত মানুষেরা অল্প বাজেটের মধ্যে বাইক পছন্দ করেন, উচ্চবৃত্ত মানুষেরা প্রিমিয়াম বাইক কিনে থাকেন।

   

এখন এই প্রিমিয়াম বাইকের চাহিদা তুঙ্গে। বিগত ১ দশক ধরে প্রিমিয়াম বাইকের ক্ষেত্রে ROYAL ENFIELD-র চাহিদা অনেকগুণ বেড়েছে। পাহাড়ি রাস্তায় বাইক সফর থেকে উচু নিচু জায়গা সবেতেই দুর্দান্ত এই বাইক। তবে এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় বাইকে টেকা দিতে চলেছে হিরোর(HERO) নতুন বাইক। তাহলে এক নজরে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাইকের নাম: হিরো এক্স-পালস ২০০-টি ৪-ভি (Hero XPulse 200T 4V)।

বাইকের লুক: এটি হিমালয়ান রয়্যাল এনফিল্ড-এর মতো অনেকটা দেখতে। তিনটে রংয়ে এখন পাওয়া যাচ্ছে বাইকটি। বর্তমানে – স্পোর্টস রেড, ম্যাট ফাঙ্ক লাইম ইয়েলো এবং ম্যাট শিল্ড গোল্ড এই রঙে মিলবে বাইকটি।

ফিচার্স: সামনের দিকে ৩৭ মিমি ফ্রন্ট ফর্ক এবং পিছনে ৭-স্টেপ অ্যাডজাস্টেবল মনো-শক সাসপেনশন রয়েছে। এছাড়া সাবধানতার জন্য এই বাইকে সামনে ২৭৬ মিমি এবং পিছনে ২২০ মিমি পেটাল ডিস্ক ব্রেক রয়েছে। এটাতে বসার সিট বেশ আরামদায়ক। টিউব-টাইপ রেট্রো পিলিয়ন গ্র্যাব রয়েছে এই বাইকে। এছাড়া নিও-রেট্রো স্টাইলিং এবং বোল্ড গ্রাফিক্স সহ সার্কুলার ফুল-এলইডি হেডল্যাম্প এবং এলইডি পজিশন ল্যাম্প রয়েছে। এর সাথেই স্মার্টফোন সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি চার্জার, গিয়ার ইন্ডিকেটর এবং সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সহ সমস্ত ডিজিটাল সুযোগ-সুবিধা পাবেন।

ইঞ্জিন: একটি ২০০সিসি ৪ ভালভ অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১৯.১ পি.এস শক্তি এবং ১৭.৩ ন্যানোমিটার পিক টর্ক জেনারেট করতে সক্ষম।

দাম: এই বাইকের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,২৫,৭২৬ টাকা থেকে।