Hero E Bike

Hero E Bike: মাত্র ১৫ টাকায় পৌঁছে যাবেন দীঘা! দুর্দান্ত ফিচার্স সহ সস্তার ইলেকট্রিক বাইক আনল Hero

নিউজশর্ট ডেস্কঃ পেট্রোল-ডিজেলের ক্রমাগত বেড়েই চলেছে। প্রায় প্রত্যেকদিনই কম বেশি ওঠানামা করছে এই জ্বালানি তেলের দাম। আর এর ফলে চারচাকা গাড়ি কিনতে ভয় পাচ্ছেন মানুষজন। আর তাই এখন বেশিরভাগ মানুষই ইলেকট্রিক গাড়ি(Electric Vehicle) কেনার দিকে বেশি ধুঁকছেন।

চার চাকা হোক কিংবা দুই চাকা ইলেকট্রিক গাড়ি কিনতে পারলে অনেকটা টাকা সাশ্রয় হবে এমনটাই মনে করেন সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে বড় বড় গাড়ির সংস্থাগুলো ইলেকট্রিক গাড়ি মার্কেটে আনছে। তবে এই সমস্ত ইলেকট্রিক গাড়ির দাম কিন্তু অনেকটাই বেশি।

তবে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমন একটি দু চাকা গাড়ি অর্থাৎ বাইকের সন্ধান দেবো যেটি একমাত্র একবার চার্জ দিলেই দিঘা কিংবা বকখালি থেকে ঘুরে আসতে পারবেন। এই বাইকটির নাম হল Hero Electric City Speed NYX-hx। এই গাড়ির দাম কিন্তু অনেকটাই বেশি। তবে আপনি মাত্র কয়েক হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়ি ঘরে নিয়ে আসতে পারবেন। এরপর প্রত্যেক মাসে মাসে টাকা দিতে পারলে গাড়ির টাকাও শোধ হয়ে যাবে।

আরও পড়ুন: Google Search: ২০২৩-এ Google-এ কি কি সার্চ করলেন ভারতীয়রা? প্রকাশ্যে চমকে দেওয়ার মত তালিকা

হিরোর এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ৮৬,৫৪০ টাকা থেকে। এই গাড়িটি একেবারে ভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে। এখানে মালপত্র বহনের জন্য বিশেষ যত্ন করে জায়গা রাখা হয়েছে। এই বাইকের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় ৪২ কিলোমিটার। এই গাড়িটি একবার চার্জ দিলে ২১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

এই গাড়িটি কেনার ক্ষেত্রে মাত্র ৫৩৮৬ টাকা ডাউন পেমেন্ট করে আপনি বাইকটির নিজের ঘরে নিয়ে আসতে পারবেন। আর গাড়িটিতে একবার ফুল চার্জ দিতে আপনার খরচ হবে মাত্র ১৫ থেকে ২০ টাকার বিদ্যুৎ। তাই আর দেরি না করে ঝটপট নিজের বাড়িতে নিয়ে আসুন Hero City Speed NYX+HX।

Avatar

Papiya Paul

X