নিউজ শর্ট ডেস্ক: বাইক প্রেমীদের জন্য এবার বাজারে এল এক স্বপ্নের বাইক। ১ লাখ টাকারও কম দামের এই বাইকে একদিকে রয়েছে স্পোর্টস বাইকের মতো তুখোড় ডিজাইন, আরেকদিকে রয়েছে কমিউটার মোটর বাইকের মতো দারুণ মাইলেজ। এই দুইয়ের মিশেলেই এবার বাজারে এল হিরো মটোকর্পের ( Hero Motocorp) নতুন সংযোজন এক্সট্রিম 125R (Extream 125R)।
চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসেই লঞ্চ হয়েছে এই বাইক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুকিং। ইতিমধ্যে শোরুমেও ঢুকতে শুরু করেছে এক্সট্রিম সিরিজের এই নতুন মডেল। এটিই সবথেকে সস্তা ও কম সিসি ইঞ্জিনের মডেল। কারণ, ইতিপূর্বে এক্সট্রিম সিরিজের যে মডেল গুলি রয়েছে তার কোনোটি ১৬০ সিসি তো কোনোটি ২০০ সিসি ইঞ্জিন। তবে মধ্যবিত্ত ক্রেতাদের কথা ভাবে এবার ১২৫ সিসির বাইক লঞ্চ করেছে হিরো।
মাইলেজ ও স্পেসিফিকেশন
হিরো মটোকর্পের এই বাইকের রয়েছে দুর্দান্ত মাইলেজ। জানলে অবাক হবেন এই বাইকে এক লিটার তেল ভরলে ৬৬ কিমি মাইলেজ পাওয়া যাবে। তাই মনে করা হচ্ছে এই বাইক চালালে উচ্চ মাইলেজের তেল খরচ বাজেটের মধ্যেই থাকতে পারে। যদিও তা সম্পূর্ণ চালক ও রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করছে। এছাড়াও এই বাইকে পাওয়া যাবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যা সচরাচর এই রেঞ্জের বাইকে দেখা যায় না।
এক্সট্রিম সিরিজের এই বাইকে ১২৪ সিসির ইঞ্জিনের সঙ্গেই ৫ স্পিড গিয়ার। এছাড়াও রয়েছে ১০ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি সহ আরও একগুচ্ছ ফিচার্স। যেমন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল/SMS এলার্ট, নেভিগেশন, LED লাইটিং ইত্যাদি।
আরও পড়ুন: খেয়াল রাখুন সময়ের দিকে, এবার ১০ মিনিটের বেশি দেরি হলেই টিকিট নিয়ে পড়বেন ফ্যাসাদে!
বাইকের দাম কত?
বাইকটি কেনার জন্য খরচ হবে ৯৫ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা (এক্স শোরুম)। তবে এই দামে আরও কয়েকটি ভালো বাইক কেনা যাবে যেমন টিভিএস রেইডার, হিরো গ্ল্যামার, হন্ডা এসপি 125 এর স্পোর্টস এডিশন, হন্ডা সাইন, বাজাজ পালসার 125 ইত্যাদি। এগুলিও বিবেচনা করতে পারেন আপনি।