Hero

Papiya Paul

Hero: দুর্দান্ত সব ফিচার্স, দাম আপনার সাধ্যের মধ্যেই, জবরদস্ত পারফরমেন্সের বাইক আনল Hero

নিউজশর্ট ডেস্কঃ বাইকপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় নাম রয়েছে হিরো মোটরকর্পের (Hero MotoCorp)। এই সংস্থার মোটরসাইকেল দামেও যেমন সস্তা ঠিক তেমনি ফিচার্সের দিক থেকেও দুর্দান্ত। হিরোর অন্যতম জনপ্রিয় মডেল হল Hero Splendor Plus  এই মডেলটি অন্যান্য মডেলগুলোর থেকে অনেক বেশি আধুনিক। তার সঙ্গে পকেট ফ্রেন্ডলি।

   

এবার Hero Splendor Plus Xtec ফিচারসগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এই বাইকে এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। এছাড়া আছে ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, ইউএসবি চার্জিং এবং অটোমেটিক ইঞ্জিন কাট অফ। পারফরম্যান্সের ক্ষেত্রে এই বাইকে ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলার ইঞ্জিন রয়েছে। এই বাইকে দুর্দান্ত মাইলেজ দেওয়া হয়।

এই বাইক ব্যবহারকারী একজন বলেছেন,  এই বাইকে এক লিটার পেট্রোলে প্রায় ৮০ কিলোমিটার চলে যাওয়া যায়। তাই কম তেল খাওয়া বাইরে যারা পছন্দ করেন তাদের জন্য এই বাইক একেবারেই আদর্শ। এই বাইকটির ওজন মাত্র ১১২ কেজি। তাই সহজে চালানো যায়।

আরও পড়ুন: Hero E Bike: মাত্র ১৫ টাকায় পৌঁছে যাবেন দীঘা! দুর্দান্ত ফিচার্স সহ সস্তার ইলেকট্রিক বাইক আনল Hero

আর এটির দাম রয়েছে এক্স শোরুম ক্ষেত্রে ৭৯,৯১১ টাকা। তবে এই বাইক যারা ফাইন্যান্সে কিনবেন বলে ভাবছেন তারা জিরো ডাউনপেমেন্ট অপশনে কিনে নিতে পারবেন। এছাড়া এই বাইক কেনার সময় আরো বেশ কিছু অফার আছে বলে ও জানা গিয়েছে।