Hero

anita

Hero: দেখলেই কিনতে ইচ্ছা করবে! সস্তায় পাবেন দুর্দান্ত ফিচার সম্পন্ন বেশি মাইলেজের এই বাইক

নিউজ শর্ট ডেস্ক: কাছের হোক কিংবা দূরে যে কোন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অধিকাংশ গাড়ি প্রেমীদেরই  স্বপ্ন থাকে একটি দুই চাকার বাইক কেনার। আর এখনকার দিনে খরচের কথা মাথায় রেখে প্রথমেই সকলেরই নজর থাকে ভালো মাইলেজের (Mileage) দিকে। তাই সকলেই চান কম দামের মধ্যে বেশি মাইলেজের গাড়ি কিনতে।

   

মূল্যবৃদ্ধির যুগে বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে হামেশাই। তাই এখন অধিকাংশ মানুষই ঝুঁকছেন  ইলেকট্রিক বাইক (Electric Bike) কেনার দিকে। আর এই দু’চাকর বাইকের বাজারে সারা ভারতে এখন বিখ্যাত হিরো স্প্লেন্ডারের বাইক। এবার বাজারে এসে গেল হিরো স্প্লেন্ডারের (Hero Splendor) এক নতুন ইলেকট্রিক বাইক হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন।  যা কোনরকম ঝামেলা ছাড়াই চলবে দুরন্ত গতিতে।

তাই এবার পেট্রোল-ডিজেলের চিন্তা ছাড়াই হিরো স্প্লেন্ডারের এই ইলেকট্রিক বাইকটি কিন্তু দারুণ বিকল্প। খুবই  সস্তার এই বাইক কেনা  যাবে ইএমআই তে-ও।  হিরো স্প্লেন্ডার হল ভারতের পেট্রোল চালিত বাইক গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এখনকার ইলেকট্রিক বাইকের যুগে হিরোর ইলেকট্রিক বাইক গুলিও নতুন রূপে লঞ্চ করা হচ্ছে।

হিরো স্প্লেন্ডার,Hero Splendor,মাইলেজ,Mileage,ইলেকট্রিক বাইক,Electric Bike,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

হিরো স্প্লেন্ডারের  ইলেকট্রিক  ভেরিয়েন্টটি বাজারে খুব জনপ্রিয়। যদিও এখনও এর পরীক্ষা নিরীক্ষা চলছে। এই বাইকে নতুন বৈদ্যুতিক কিট GOGOA1 ইনস্টল করা হয়েছে।হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকটি এখন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হচ্ছে। এই ইলেকট্রিক বাইক একবার সম্পূর্ণ চার্জ দিলে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

আরও পড়ুন: কখনও শেষ হবে না ইন্টারনেট! এই কোম্পানি দিচ্ছে ৪০০০ জিবি ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং

হিরো স্প্লেন্ডার,Hero Splendor,মাইলেজ,Mileage,ইলেকট্রিক বাইক,Electric Bike,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এর সর্বোচ্চ গতি প্রায় ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকে থাকবে নতুন মোটর। সাদা রঙের এই বৈদ্যুতিক কিটটি,  ARAI দ্বারা  অনুমোদিত হয়েছে।  জানলে অবাক হবেন এই বাইকটির দাম  মাত্র ২৯০০০ টাকা। হিরোর বিনা পেট্রোলে চলা এই বাইকটি ইএমআই-তেও কেনা যেতে পারে।