BSNL

BSNL: কখনও শেষ হবে না ইন্টারনেট! এই কোম্পানি দিচ্ছে ৪০০০ জিবি ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং

নিউজ শর্ট ডেস্ক: আট থেকে আশি এখন আমাদের সকলের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট পরিষেবা। তাই সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এখনকার দিনে আমাদের সকলের জীবনেরই অবিচ্ছেদ অঙ্গ হয়ে উঠেছে এই ইন্টারনেট কানেকশন। তাই বিনোদন হোক কিংবা পড়াশুনো কিংবা বিভিন্ন অফিশিয়াল কাজে ইন্টারনেট কানেকশন এখন অত্যন্ত জরুরি। তাই এখনকার দিনে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না কারও।

এমনকি মোবাইল ফোনও এখন সবাই ফোন কলের পরিবর্তে ইন্টারনেট সার্ফিং-এর জন্য বেশি ব্যবহার করছেন। তাই ইন্টারনেটের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই টেলিকম সংস্থাগুলিও ডেটা প্যাকের দিকেই বেশি জোর দিচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় রিচার্জ প্লানে যে পরিমাণ ডেটা পাওয়া যায় তা অনেক সময় আমাদের কম পড়ে। তাই এই সমস্যা থেকে মুক্তির জন্যই অনেকেই এখন ব্রডব্যান্ড কানেকশনের (Broadband Connection) দিকে ঝুঁকছেন। তাই যদি কারও রোজকার ডেটা প্যাক থেকেও বেশি ইন্টারনেটের প্রয়োজন হয় তাহলে তিনি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নিতে পারেন।

কারণ এই ব্রডব্যান্ড কানেকশনে আমরা শুধু বেশি ডেটাই পাই না, সেই সাথে আমরা মোবাইল ডেটার থেকেও বহুগুণ দ্রুত ইন্টারনেট স্পিডও পাওয়া যায়। আজকের প্রতিবেদনে জানাবো  এমন একটি ব্রডব্যান্ড কানেকশন সম্পর্কে যেখানে ডাটা অফারও ডেটার অফারের পরিমাণ শুনলে চমকে যাবেন আপনিও। আসলে দেশীয় কোম্পানি বিএসএনএল (BSNL) তার গ্রাহকদে সস্তায় ব্রডব্যান্ড কানেকশনের দুর্দান্ত অফার দিয়ে থাকে।

ব্রডব্যান্ড কানেকশন,Broadband Connection,বিএসএনএল,BSNL,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিএসএনএল আমাদের দেশের  সবথেকে প্রাচীনতম কোম্পানি। বিএসএনএল তার ব্যবহারকারীদের জন্য ব্রডব্যান্ডের এমন একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে যাতে ব্যবহারকারীরা ৩০০ MBPS গতিতে ৪০০০ জিবি ডেটা পাবেন।

আরও পড়ুন: বিদেশে উজ্জ্বল বাংলার মুখ! প্রথম বাঙালি হিসেবে বুর্জ খলিফায় ভেসে উঠল যীশু সেনগুপ্তের মুখ

কত  টাকা খরচ হবে?

BSNL-এর এই প্ল্যানটির জন্য প্রতি মাসে ১৭৯৯  টাকা খরচ করতে হবে। তবে এই দাম ট্যাক্স ছাড়া, অর্থাৎ  ট্যাক্সের জন্য  আরও বেশি টাকা দিতে হতে পারে। ৪০০০ ডেটা শেষ করার পরে, ১৫mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে।

ব্রডব্যান্ড কানেকশন,Broadband Connection,বিএসএনএল,BSNL,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ব্রডব্যান্ড প্ল্যানে OTT সাবস্ক্রিপশন

BSNL-এর এই ব্রডব্যান্ড প্ল্যানটি ব্যবহারকারীদের ডেটা ছাড়াও দেয় Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন সহ, ৭টি অন্যান্য OTT প্ল্যাটফর্মের সুবিধা। তালিকায় রয়েছে Lionsgate, ShemarooMe, Hungama, SonyLIV, ZEE5 এবং YuppTV। অর্থাৎ এই প্ল্যানে আপনি দ্বিগুণ সুবিধাপাবেন। তাই কোন টেনশন ছাড়াই যত খুশি ডেটা ব্যবহার করা যাবে।

Avatar

anita

X