Hero Super Splendor Xtec Features Milage and Price all you need to know

১ লিটারে চলে ৭০ কিমি! দমদার মাইলেজের বাজার কাঁপানো বাইক লঞ্চ করল Hero

নিউজশর্ট ডেস্কঃ আপনি কি পুজোর মুখে নতুন দু চাকা গাড়ি কেনার কথা ভাবছেন? বিশেষ করে যদি কাজের সূত্রে আপনাকে অনেকটা রাস্তা যাতায়াত করতে হয়ে তাহলে একটা বাইক হলে খুবই সুবিধা হয়। তাহলে গাড়ি কেনার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করে নেওয়া প্রয়োজন। গাড়ির ফিচার্স থেকে শুরু করে মাইলেজ আর শেষমেশ দাম সবটা বাজেটের মধ্যে হলেই কেল্লাফতে। আর আজ আপনাদের জন্য মধ্যবিত্তের বাজেটে ফিট ও ফিচার্স ভরপুর Hero Super Splendor Xtec সম্পর্কে জানাবো।

যদি আপনি ১ লিটার পেট্রোলে অনেকটা মাইলেজ পেতে চান। একইসাথে একটা টেকসই গাড়ি চান যেটা বহু বছর দিব্যি চলবে তাহলে হিরো সুপার স্প্লেনডার আপনার পছন্দ হবেই হবে। এমনিতেই হিরোর বাইকের নাম রয়েছে। তাছাড়া রাস্তায় যেদিকেই তাকান না কেন একটা অন্তত সুপার স্প্লেনডার ঠিকই দেখতে পাবেন। আসুন এবার দেখে নেওয়া যাক Hero Super Splendor Xtec এর ফিচার্সগুলি।

Hero Super Splendor Xtec এর ফিচার্স

দীর্ঘদিন ধরেই বাইকের বাজারে দাঁপিয়ে ব্যবসা করছে হিরো মোটোকপ। সুপার স্প্লেনডারের ব্যাপক জনপ্রিয়তার পরেই নতুন Super Splendor Xtec রিলিজ করা হয়েছে। এই গাড়িতে ডিজিটাল ওডোমিটার ও স্পিডোমিটার দেওয়া ইনস্ট্রুমেন্ট কনসোল থাকবে। একইসাথে থাকবে মোবাইল চার্য দেওয়ার জন্য USB চার্জিং পোর্ট। এই গাড়ি কিনলে কোম্পানি আপনাকে ৫  বছরের গ্যারেন্টি দেবে যেটার ফলে ভবিষ্যতে গাড়ির কোনো সমস্যা হলে বিনামূল্যে সারিয়ে ফেলা যাবে।

হিরো সুপার স্প্লেনডার এক্সটেক বাইকের পাওয়ার ও মাইলেজ

যেমনটা জানা যাচ্ছে Hero Super Splender Xtec এ ১২৪.৭ সিসির দমদার ইঞ্জিন থাকছে। যেটা 7500 rpm এ 10.72 bhp এর পাওয়ার তৈরী করবে। বাইকটিতে ৫ টা স্পীডের ম্যানুয়াল ট্রান্সমিশন থাকছে। এর ট্যাঙ্কে মোট ১২ লিটার তেল ধরবে। যেটা কোম্পানির কলম করা ৭০ কিমি প্রতি লিটারের মাইলেজ অনুযায়ী একবার ফুল ট্যাঙ্ক করলে ৮০০ কিমিরও বেশি রেজ্ঞ দেবে।

আরও পড়ুনঃ গাড়ির পেপার না থাকলে সাবধান, পেট্রোল পাম্পে গেলেই খসবে ১০,০০০! নতুন নিয়ম জারি পরিবহন দফতরের

Hero Super Spendor Xtech এর দাম

আপনি যদি এই গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ পেমেন্ট করে বা EMI এর মাধ্যমে কিনতে পারেন। যদি আপনি একেবারে সমস্ত টাকা দিয়ে কিনতে চান তাহলে কলকাতায় ১ লক্ষ ৫ হাজার ৬৯৬ টাকা খরচ হবে। জায়গা বিশেষে এই দামের হেরফের হতে পারে। তবে যদি লোনের মাধ্যমে এই বাইক কিনতে চান তাহলে ১০ হাজার টাকা মত ডাউন পেমেন্ট করলেই মাসিক ৩০০০-৩৫০০ EMI এ কিনতে পারবেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X