Hero

Papiya Paul

Hero: দেখলেই কিনতে ইচ্ছে হবে, মারকাটারি লুকে বাজারে এলো Xtreme 125R, দাম সাধ্যের মধ্যেই

নিউজশর্ট ডেস্কঃ বাইকপ্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। এবার মার্কেটে নতুন ধামাকা বাইক নিয়ে এলো হিরো মোটোকর্প(Hero Motocorp)। ইতিমধ্যেই হিরোর পক্ষ থেকে তৈরি করা এক্সট্রিম সিরিজ প্রচুর মানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। এবার এই সিরিজে আরও একটি নতুন মডেল লঞ্চ করা হয়েছে।

   

একটি সংবাদসূত্রের খবর অনুযায়ী দেশের জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থাটি এবার নতুন Xtreme 125R লঞ্চ করেছে। তাহলে এই বাইকটির নতুন কি কি ফিচার্স রয়েছে এবং দাম কত রাখা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Hero Xtreme 125R-এর ফিচার্স: 

এই নতুন বাইকটিতে একটি সম্পূর্ণ এলইডি ইলিউমিনেশন এবং একটি ইউনিক লুকিং এলসিডি প্যানেল রয়েছে। এছাড়া এই বাইকটিতে পেয়ে যাবেন একটি লো-স্লাঙ্গ এলইডি হেডলাইট। এছাড়াও পাওয়া যাবে স্প্লিট-সিট সেটআপ। এই বাইকটিতে সিঙ্গল চ্যানেল ABS ও IBS –এর সুবিধা মিলবে। এর পাশাপাশি একটি 125cc সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 11.5 bhp এবং 10.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

আরও পড়ুন: Hero: দুর্দান্ত সব ফিচার্স, দাম আপনার সাধ্যের মধ্যেই, জবরদস্ত পারফরমেন্সের বাইক আনল Hero

এছাড়া এই বাইকের ইঞ্জিনটি একটি ফাইভ-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর সামনের দিকে রয়েছে ফ্রন্ট ডিস্ক এবং পিছনের দিকে একটি ড্রাম বা ডিস্ক ব্রেকের সুবিধা মিলবে। এই গাড়ির অতিরিক্ত সুবিধা হিসাবে সামনে 37mm টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মোনো-শক দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই বাইকটি মাত্র 5.9 সেকেন্ডে 0 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি বৃদ্ধি করতে পারবে। আবার এই বাইকের প্রতি লিটার হিসাবে মাইলেজ দেবে 66 কিলোমিটার।

Hero Xtreme 125R-এর ডিজাইন ও রং এবং দাম : 

একটি স্পোর্টিং লুকসের সঙ্গে এই বাইকের লুক সেট করা হয়েছে। তেলের ট্যাঙ্ক এবং পিছনের অংশেও রয়েছে আকর্ষণীয় ডিজাইন, যা দুর্দান্ত দেখতে লাগবে। নীলের সঙ্গে সিলভার, কালো এবং লালের সঙ্গে কালো এই তিনটি রঙের ভ্যারিয়েন্টে বাইকটি বাজারে মিলবে। এই নতুন বাইকটির আইবিএস ভেরিয়েন্টটির দাম শুরু হচ্ছে 95,000 টাকা (এক্স শোরুম, দিল্লি) থেকে। এছাড়া Xtreme 125R –এর ABS সংস্করণটির দাম রাখা হয়েছে 99,500 টাকা (এক্স শোরুম, দিল্লি)।

জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে হিরোর সমস্ত ডিলারশিপে এই বাইকটি কিনতে পারবেন।