পার্থ মান্নাঃ দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অনেকটাই কাছে চলে এসেছে। আগামী বছর ৩ রা মার্চ ২০২৫ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। তবে তার আগেই পরীক্ষার্থীদের জন্য আসতে পারে বড় ঘোষণা। যার ফলে ছাত্র-ছাত্রীদের অনেকটাই সুবিধা হতে পারে। কি বিষয়ে ঘোষণা আসতে পারে উচ্চমাধ্যমিক সংসদের তরফ থেকে? জানতে হলে আজকে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা
ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। প্রতিবছরই লক্ষাধিক পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। তবে কিছু সমস্যা বা অভিযোগ থেকেই যায়। এমনই একটি সমস্যা হল পরীক্ষা কেন্দ্র খুঁজে না পাওয়া বা ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া। এর ফলে অনেকেই নার্ভাস হয়ে পড়ে। আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের স্কুল ছেড়ে অন্যত্র যেতে হয় ছাত্রছাত্রীদের। কিন্তু পরীক্ষা কেন্দ্রের নাম অ্যাডমিট কার্ডে লেখা থাকে না। যার ফলে অনেকেই ভুল ঠিকানায় চলে যায়। এরপর সঠিক জায়গায় পৌঁছাতে অনেকটা সময় যেমন নষ্ট হয় তেমনি টেনশনে পড়ে যান পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরাও।
মূলত প্রথম দিনের পরীক্ষাতেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয় ছাত্র-ছাত্রীরা। কারণ প্রথম দিনেই স্কুল সঠিকভাবে চিনে সময় অনুযায়ী উপস্থিত হতে হয়। সাধারণত স্কুলের তরফ থেকেই কোন স্কুলে পরীক্ষার সিট পড়েছে সেটা জানানো হয়। কিন্তু যদি কোন কারণে কোন ছাত্র বা ছাত্রী সেই নির্দেশিকা না দেখে থাকে বা ভুল দেখে থাকে তাহলে অন্যত্র চলে যাওয়া সম্ভাবনা থেকেই যায়। এই ভুল কমানোর জন্যই এবার উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক সংসদ।
সমস্যা সমাধানে উচ্চমাধ্যমিক সংসদের প্রস্তাব
যেমনটা জানা যাচ্ছে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে কোন সমস্যা না হয়, তার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করতে চাইছে উচ্চ মাধ্যমিক সংসদ। এবার থেকে পরীক্ষার এডমিট কার্ডের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে। এর ফলে ভুল পরীক্ষা কেন্দ্রে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।