শাড়ি পড়ে অসাধারণ ভঙ্গিমাতে নাচ করে দেখালেন পটল কুমার, মুহূর্তে ভাইরাল ভিডিও

পটল কুমার গানওয়ালা, এক সময় ছিল বিখ্যাত সিরিয়াল। সিরিয়ালে যে ছোট্ট মেয়েটিকে দেখতে পাওয়া গিয়েছিল, তাঁকে অনেকেই ভেবেছিল ছেলে। সময়ের সাথে সাথে জানতে পারা যায়, সেটি আসলে একজন মেয়ে। অভিনেত্রী হিয়া দে এখন রীতিমত যুবতী। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ এই অভিনেত্রী। টুকটাক সিরিয়ালে অভিনয় করা ছাড়া এখন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ভিডিও পোস্ট করেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন এটি গোলাপি রঙের শাড়ি এবং ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ। অসাধারণ ভঙ্গিমায় নাচ করছেন তিনি। তাঁর এক্সপ্রেশন সত্যিই দেখার মতো। টেলিভিশনের পর্দায় সেই জনপ্রিয় শিশু শিল্পী এখন কয়েক লক্ষ ফলোয়ার্স এর মালিক।

“পটল কুমার গানওয়ালা” দিয়ে অভিনয় জগতের হাতে খড়ি হলেও “ফেলনা” নামে এক ধারাবাহিকে তার অভিনয় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও “আলোছায়া” ধারাবাহিকের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সম্প্রতি সেইভাবে অভিনয় জগতে দেখতে না পাওয়া গেলেও আগামী দিনে আরও ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছা রয়েছে তার।

পড়াশোনার পাশাপাশি ইনস্টাগ্রামে রিল ভিডিও করে সময় কাটান তিনি। যে সমস্ত ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই সমস্ত ভিডিওতে লাইক এবং কমেন্ট দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। খোলা চুলে অসাধারণ অঙ্গিভঙ্গি এই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। যদি আপনি এখনো না দেখে থাকেন হিয়ার নাচ তাহলে এখনি দেখে নিন তার ইনস্টাগ্রাম প্রোফাইল এবং দেখুন অভিনেত্রীর বিশেষ কিছু ছবি এবং ভিডিও।

Papiya Paul

X