এবার বিলাসবহুল হোটেলেও থাকতে পারবেন সস্তায়! কলকাতার হোটেল ভাড়ার নিয়মে বড়সড় বদল

নিউজশর্ট ডেস্কঃ Kolkata’s Hotel Rules Have Changed: সাধারণ মানুষদের জন্য সুখবর। এবার কলকাতার হোটেলের(Kolkata’s Hotel) জন্য চালু হয়ে গেল নতুন নিয়ম। এই নিয়মে সবথেকে বেশি উপকৃত হবেন সাধারণ মানুষেরা। এতদিন পর্যন্ত হোটেল ভাড়া নিয়ম ছিল যে এক ঘন্টা হোক কিংবা পাঁচ ঘন্টা কেউ হোটেলে থাকতে এলে তাকে পুরো দিনের ভাড়া(Fare) দিতে হতো। অনেকেই আছেন যারা কেবলমাত্র তিন থেকে চার ঘন্টার জন্য হোটেল ভাড়া নিয়েছেন কিংবা শুধুমাত্র রাত্রের জন্য হোটেল ভাড়া নিয়েছেন তাদেরকে পুরো দিনের ভাড়া দিতে হয়েছে।

তবে এবার সেই নিয়মেরই পরিবর্তন ঘটতে চলেছে। কলকাতাতে এবার খুব অল্প সময়ের জন্য হোটেল বুক করা যাবে। আপনি যতক্ষণ হোটেলে থাকবেন সে অনুযায়ী আপনাকে ভাড়া দিতে হবে। আগে যেখানে খুব অল্প সময়ের জন্য থাকলেও পুরো ভাড়া দিতে হতো এখন আর সেটা দিতে হবে না।

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিমান ধরতে দেরি হয়ে গিয়েছে কিংবা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরার পর সামান্য বিশ্রামের জন্য কোথাও থাকার বন্দোবস্ত করা প্রয়োজন। কিন্তু হোটেলে গেলেই তো সারা দিনের ভাড়া লাগবে এই ভয়ে অনেকেই হোটেল ভাড়া করেন না। তবে এবার পর্যটক থেকে সাধারণ মানুষ সকলের ক্ষেত্রে এই নতুন নিয়ম সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এতে টাকার খরচ অনেকটাই সাশ্রয় হবে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই হোটেল বুকিং পরিসেবা শুরু করা হয়েছে। আপনাদের সুবিধার্থে একটি https://www.mistay.in ওয়েবসাইট দেওয়া হল। এই ওয়েবসাইট ছাড়াও এই সংস্থার একটি অ্যাপ রয়েছে যেখান থেকে আপনি ঘন্টা হিসেবে হোটেল বুকিং করে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনি চিংড়িঘাটা, সল্টলেক, এসপ্ল্যানেড, চিনারপার্ক, মুকুন্দপুর, পার্ক সার্কাস সহ কলকাতার বিভিন্ন জায়গার হোটেল বুক করতে পারবেন।

ওয়েবসাইটের বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে, বিলাবহুল হোটেলে থাকার জন্য যেখানে সারাদিনে ২৫০০ টাকা খরচ করতে হয়, সেখানে এই সকল ওয়েবসাইটগুলো থেকে ঘন্টা হিসেবে হোটেল বুকিং করতে পারবেন। এক্ষেত্রে তিন ঘন্টায় আপনার খরচ পড়বে ৭৯৯ টাকা। আপনার টাকার অনেকটাই সাশ্রয় হবে। তবে সময় বিশেষে হোটেল ভাড়া দাম কম বেশি হয় বলে সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য আগে থেকে জেনে নেবেন।

Papiya Paul

X