How much Cash Prize will Indian athletes who got medals in Paris Olympic 2024 get

শুধুই নয় মেডেল, ভারতের ৬ অলিম্পিক ২০২৪ বিজয়ীরা কত টাকা পেলেন জানেন?

নিউজশর্ট ডেস্কঃ সম্প্রতি শেষ হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)। এবছর মোট ছয়টি পদক পেয়েছে। এর মধ্যে ৫ টি ব্রোঞ্জ ও একটি সিলভার রয়েছে। শেষবার টোকিও অলিম্পিক ২০২০ এর থেকে এবারে একদিকে যেমন দুটো পদক কম এসেছে তেমনি গতবারে স্বর্ণ পদক পেলেও এবারে সেটা হয়নি। তবে শুধুই কি মেডেল নাকি আরও কিছু পাবেন এই অলিম্পিক বিজয়ীরা? চলুন জেনে নেওয়া যাক।

প্রথমেই জেনে নেওয়া যাক কোন বিভাগে কে কি জিতেছেন। প্রথমেই রয়েছেন মানু ভাকর, যিনি শ্যুটিংয়ে ২ টি ব্রোঞ্জ জিতেছেন। হকিতেও একটি ব্রোঞ্জ জিতেছে টিম ইন্ডিয়া। এরপর জাভলিনে সিলভার জিতেছেন নীরজ চোপড়া। কুস্তিতে আমন শেরাওয়াত পেলেন ব্রোঞ্জ এছাড়া শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন স্বপ্নিল কুসালে।

এবছর অলিম্পিকে ভারতের পতাকা হাতে দেখা গিয়েছিল ২২ বছর বয়সী মানু ভাকরকে। ইতিমধ্যেই তাকে ৩০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া কথা ঘোষণা করা হয়েছে মিনিস্ট্রি অফ যূথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস থেকে। এছাড়াও অমন শেরাওয়াতও এবছর অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। তবে তার জন্যও আলাদা করে কোনো ক্যাশ প্রাইজের ঘোষণা করা হয়নি।

ভারতীয় হকি টিমকেও ক্যাশ প্রাইজে ভরিয়ে দেওয়া হয়েছে। টিমের প্রতিটি সদস্যকে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান হকি টিমের পক্ষ থেকে। একইসাথে সাপোর্ট স্টাফদের ৭.৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী ডিফেন্ডার অমিত রোহিদাসকে ৪  কোটি টাকা ও বাকি সমস্ত খেলোয়াড়দের ১৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। অবশ্য সাপোর্ট সাফদেরও ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখানেই শেষ নয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও প্রতিটা টিম মেম্বারকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ বিজ্ঞান চর্চায় বাংলার জয়! দেশের সেরা বিজ্ঞানীদের তালিকায় ৪ বাঙালি, কারা জানেন?

বিগত অলিম্পিকে গোল্ড পেলেও এবারে সিলভারেই থিম থাকতে হয়েছে নীরজ চোপড়াকে। এখনও পর্যন্ত তাঁর জন্য কোনো ক্যাশ প্রাইজ ঘোষণা করা হয়নি। তবে গতবার সোনার জেতার পর তাঁকে ৬ কোটি টাকা দিয়েছিল হরিয়ানা সরকার।

মিক্সড টিম শুটিংয়ে ব্রোঞ্জ পেয়েছেন সরবজ্যোৎ সিং। তাকে ২২. ৫ লক্ষ টাকার চেক দেয়া হয়েছে মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে। এদিক ৫০ মিটার রাইফেলে ব্রোঞ্জ পাওয়ার জন্য স্বপ্নিল কুসালেকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X