স্বস্তিকার এক রাতের রেট কত? জবাব দিলেন অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ স্বস্তিকা মুখার্জি(Swastika Mukherjee), এই মুহূর্তে টলিউড(Tollywood) এবং বলিউড(Bollywood) দুই জায়গাতেই দাপিয়ে অভিনয় করছেন তিনি। বয়স ৫০ এর দোরগোড়ায় তবুও অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই। তার হটনেস রাতের ঘুম উড়িয়ে দেয় পুরুষ ভক্তদের। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বড্ড সক্রিয় এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতে ও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।

অভিনেত্রী রূপ এবং গুণ দুটোই দুর্দান্ত, তবে মানুষ হিসেবে তিনি খুব সাহসী এবং ঠোঁটকাটা। সরাসরি কথা বলতে পছন্দ করেন তিনি। কোন লুকোচুরি না করে মনের কথা সহজেই প্রকাশ করে দেন অভিনেত্রী। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তারকাদের উপর নানা রকমের কটুক্তি করেন নেটিজেনদের একাংশ। অনেকেই এইসব কটুক্তি গায়ে মাখেন না, তবে কেউ কেউ আবার যোগ্য জবাব দিয়ে দেন।

এমনই একজন অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখার্জি। ট্রোলারদের যোগ্য জবাব দিতে একাই একশো। বরাবরই অভিনেত্রীদের পোশাক,সৌন্দর্য, ফটো তোলার স্টাইল দেখে নানা রকমের উস্কানিমূলক নোংরা মন্তব্য করেন নিন্দুকেরা। স্বস্তিকার ক্ষেত্রে এমনটা হলে তিনি কখনোই চুপ করে থাকেন না। এই যেমন তাকে একজন ব্যক্তি সরাসরি কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন অভিনেত্রীর এক রাতের রেট কত? এক রাতের জন্য কত টাকা চার্জ করেন স্বস্তিকা?

এই প্রশ্নের উপযুক্ত জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “স্যার আপনার সেই সামর্থ্য নেই আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে। সেই চেষ্টাই করুন!” অভিনেত্রী তরফ থেকে এরকম জবাব আশা করেননি কেউ। অনেকেই তার  উত্তরকে প্রশংসা জানিয়েছেন। স্বস্তিকার উত্তরের পরেই ওই জনৈক ব্যক্তিকে অন্যান্য নেটিজেনরা তুলোধোনা করেছেন।

এটাই প্রথম নয়, এর আগেও স্বস্তিকার বোল্ড ছবির নিচে একজন ব্যক্তি কমেন্ট করে লিখেছিলেন, আপনাকে অভিনেত্রী কম যৌনকর্মী বেশি লাগে। এই প্রশ্নের উত্তরে স্বস্তিকা লিখেছিলেন, “থ্যাঙ্ক ইউ রাম বাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মত দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মত বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে অন্য অভিনেত্রীদের মতো চুপ করে থাকার পাত্রী নন, স্বস্তিকা মুখার্জী।

Papiya Paul

X