চলতি বছরের শুরুতেই বাংলা পেয়েছে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এটি কেবলমাত্র একটি ট্রেন নয়। ভারতীয় রেলের (Indian Railway) এক স্বপ্নের বাস্তবায়ন। এক কথায় বলা যেতে পারে, ভারতীয় রেলের গর্বের মুকুট এই অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস।
আপাতত হাওড়া-এনজিপি রুটে চলছে এই ট্রেন। খুব সহজেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়া যাচ্ছে এই ট্রেনে চড়ে। আর এসবের মাঝে শোনা যাচ্ছে এবার বাংলা পাবে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। খুব শীঘ্রই হাওড়া থেকে পুরী পর্যন্ত গড়াবে এই সেমি হাই স্পিড ট্রেনের চাকা। তবে জানেন কি এই ট্রেন তৈরি করতে ঠিক কত টাকা খরচ হয়? কেবলমাত্র একটি কোচ নির্মাণ করতে ঠিক কত টাকা ব্যয় করতে হয় ভারতীয় রেলকে? আজকের এই প্রতিবেদনে দেব সেই উত্তর।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে একাধিক সুবিধা করা হয়েছে এই ট্রেনে। রয়েছে অটোমেটিক ডোর। বলা বাহুল্য, নানান সুবিধা যুক্ত এই ট্রেন তৈরি করতে মোটা অংকের টাকা ব্যয় করতে হয় ভারত সরকারকে।
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এ কথা প্রায় সকলেরই জানা। কেবলমাত্র দেশ নয় গোটা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এই ট্রেন। আরও কিভাবে ট্রেনকে উন্নত করা যায় তা নিয়ে চলছে নানান আলোচনা। তবে এই সেমি হাই স্পিড ট্রেন তৈরি করতে সরকারি কোষাগার থেকে ঠিক কত টাকা খরচ হয় তা জানলে চোখ কপালে উঠবে আপনার।
সালটা ২০১৮। সে সময় ১৬ কোচের একটি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে খরচ হয়েছিল ৯৮ কোটি টাকা। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অর্থাৎ বর্তমানে এই ট্রেন তৈরি করতে প্রায় ১১০ কোটি টাকা খরচ হতে পারে। এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের আয়তন অনেকটাই বড়। ওজন বেশি। তবে এই ট্রেনের ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী। প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ট্রেন। যদিও মাঝেমধ্যে কমে যাচ্ছে ট্রেনের গতি। সেজন্য অবশ্য রেললাইনের ট্র্যাকগুলিকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা।