Ayodhya Ram Mandir

Ayodhya Ram Mandir: অযোধ্যার রাম মন্দির তৈরিতে কত টাকা খরচ হচ্ছে? টাকার অঙ্ক শুনলে ঘুরবে মাথা

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র হাতে গোনা তিন দিনের অপেক্ষা। তারপরেই আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় প্রভু শ্রী রাম মন্দিরের(Ayodhya Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। আর এই রাম মন্দির নিয়ে এখন উৎসুক গোটা দেশবাসী। সকলেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এই দিন পুরো দেশজুড়ে দীপাবলি পালনের কথা ঘোষণা করেছেন।

এদিন মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি সমূহ থেকে শুরু করে সেলিব্রিটি, ক্রিকেটার অনেকেই উপস্থিত থাকবেন। তবে এই রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? কে নকশা তৈরি করেছে? এরকম নানা প্রশ্নই জানার আগ্রহ রয়েছে সকল দেশবাসীর মধ্যে। আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে আলোচনা করা হচ্ছে।

সরকারের হিসেব বলছে, অযোধ্যার রাম মন্দির নির্মাণকার্যের জন্য আনুমানিক ১৮০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। ২০২০ সালে কেন্দ্রীয় সরকার প্রভু শ্রী রামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টর ঘোষণা করেন এবং এই ট্রাস্ট পরবর্তীকালে অযোধ্যার রাম মন্দির নির্মাণকার্যে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: রাম মন্দির ছাড়াও অযোধ্যায় আছে এই ৪ সুন্দর হিলস্টেশন, একবার গেলে মিলবে স্বর্গের দর্শন

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রাস্ট গঠনের পর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এক বছরে ৩৫০০ কোটি টাকার বেশি ডোনেশন পায়। এই ট্রাস্টের সভাপতি চম্পক রাই বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন যে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ২৩ শে মার্চ পর্যন্ত রাম মন্দির নির্মাণ করতে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয় হয়েছে। তখনো পর্যন্ত ট্রাস্টের কাছে ৩০০০ কোটি টাকা বরাদ্দ ছিল।

এখনো পর্যন্ত এই রাম মন্দির সম্পূর্ণ নির্মাণ হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে এই মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলার নির্মাণ কার্য সম্পন্ন হবে। ২০২৫-এর শেষে এই মন্দিরের সব কাজ সমাপ্ত করার কথা ঘোষণা করেছেন। প্রভু শ্রী রামের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপহার পাঠানো হয়েছে।

চলুন তাহলে দেখে নেওয়া যাক রাম মন্দিরের জন্য কি কি উপহার এসেছে?

অযোধ্যার রাম মন্দিরে প্রভু শ্রী রামের জন্য এসেছে ১০৮ ফুটের লম্বা ধুপকাঠি। আর ২১০০ পাউন্ডের বিরাট একটি ঘন্টা। ১১০০ পাউন্ডের বিরাট একটি বাতি তার সঙ্গে এসেছে সোনার একটি স্ট্যান্ড। বলাই বাহুল্য, আগামী ২২শে জানুয়ারি মন্দির প্রতিষ্ঠার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।

Avatar

Papiya Paul

X