Ration Card

বিনামূল্যে কোন রেশন কার্ডে কি জিনিস পাবেন? নতুন বছরে নতুন তালিকা অবশ্যই দেখে নিন

রেশন উপভোক্তাদের রয়েছে নানান রকমের রেশন কার্ড (Ration Card)। প্রতিটি কার্ডে রয়েছে আলাদা আলাদা সুবিধা। আর সে কারণেই বিস্তর ফারাক রয়েছে খাদ্যশস্যের পরিমাণেও। তবে জানেন কি কত রকমের রেশন কার্ড রয়েছে? আজ সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো এই প্রতিবেদনে।

বর্তমানে রয়েছে মোট পাঁচ ধরনের রেশন কার্ড।
১. অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড
২. বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড
৩. অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড
৪. RKSY1 রেশনকার্ড
৫. RKSY2 রেশনকার্ড

সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতির দিকটি বিচার বিবেচনা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় রেশন কার্ড। আর আলাদা আলাদা রেশন কার্ডে দেওয়া হয় আলাদা আলাদা খাদ্যশস্য। মাঝেমধ্যেই পরিবর্তন হয় খাদ্যশস্যের তালিকা। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খাদ্যশস্যের তালিকা জানানো হয়ে থাকে।

Ration

অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড

এই রেশন কার্ড প্রাপকরা বিনামূল্যে পরিবার পিছু পেয়ে থাকেন ২১ কেজি চাল। এছাড়াও ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম পান উপভোক্তারা। চিনি কিনতে প্রতি কেজিতে খরচ করতে হয় ১৩ টাকা ৫০ পয়সা।

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড

এই রেশন কার্ডের অন্তর্ভুক্ত উপভোক্তারা মাথাপিছু পান ৩ কেজি চাল বিনামূল্যে। ১ কেজি ৯০০ গ্রাম গম পান উপভোক্তারা।

Ration Card,AAY,SPHH,PHH,RKSY1,RKSY2,রেশনকার্ড,অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড,বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড,অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড,RKSY1 রেশনকার্ড,RKSY2 রেশনকার্ড

অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড উপভোক্তারা যা যা সামগ্রী পেয়ে থাকেন এই ক্ষেত্রেও মিলবে একই।

RKSY1 রেশনকার্ড

এই রেশন কার্ড থাকলে উপভোক্তারা কেবলমাত্র মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন।

Ration Card,AAY,SPHH,PHH,RKSY1,RKSY2,রেশনকার্ড,অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড,বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড,অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড,RKSY1 রেশনকার্ড,RKSY2 রেশনকার্ড

RKSY2 রেশনকার্ড

এই রেশন কার্ড থাকলে উপভোক্তারা কেবলমাত্র মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন।

Avatar

Additiya

X