বড়লোক(Rich Man) হওয়ার স্বপ্ন কে না দেখেন। তবে জানেন কি ঠিক কত টাকা সম্পত্তি(Property) থাকলে আপনি নিজেকে বড়লোক বলতে পারবেন? ব্যাংকে(Bank) রয়েছে মোটা অংকের টাকা। মন চাইলে ঘুরতে চলে যাচ্ছেন দেশে কিংবা বিদেশে। গ্যারেজে তালা বন্ধ করা রয়েছে দামী দামী গাড়ি। এই জিনিসগুলো থাকেই আমাদের সমাজ সেই মানুষটিকে বড়লোক হিসেবে বিবেচনা করেন।
যদিও আদতে এমনটা মোটেই নয়। অন্তত গ্লোবাল রিয়েল এস্টেট কনসালটেন্সি নাইট ফ্রাঙ্কের দেওয়া তথ্য সে কথাই বলছে। সম্প্রতি এই সংস্থাটি একটি রিপোর্ট প্রকাশ করেছে। ধনীদের তালিকায় নিজেকে যুক্ত করতে হলে কত টাকা থাকার প্রয়োজন সেটাই জানানো হয়েছে সেই রিপোর্টে। নাইট ফ্রাঙ্কের গবেষণা অনুযায়ী, ধনীদের তালিকায় আসতে হলে সর্বনিম্ন ১ কোটি ৪৪ লক্ষ টাকা থাকতে হবে আপনার কাছে।
বিশ্বের মধ্যে এক শতাংশ ধনী মানুষের কাছে যে পরিমাণ অর্থ রয়েছে তা হয়তো আপনার কল্পনারও অতীত। এই সংস্থাটির দেওয়া রিপোর্ট অনুযায়ী ধনীদের মধ্যে এক শতাংশ লোকের তালিকায় জায়গা পেতে হলে প্রয়োজন ৮ অঙ্কের আয়। বিভিন্ন দেশের ক্ষেত্রেই এই আয় স্পষ্ট করা হয়েছে। ওই সংস্থার রিপোর্টেই ভারতের জন্যও নির্দিষ্ট আয়ের কথা বলা হয়েছে।
রিপোর্টে দাবি করা হচ্ছে দেশের ধনী ব্যক্তির সংখ্যা আগামী পাঁচ বছরের মধ্যে অনেকটাই বেড়ে যেতে পারে। বলে রাখি, গতবছর ভারতের ধনীদের সংখ্যা ছিল ১২,০৬৯। আগামী পাঁচ বছরের মধ্যে সেই সংখ্যাটা ১৯, ১১৯ হতে পারে বলেই দাবি করা হয়েছে।
২০২৭ সালের মধ্যেই ধনীদের তালিকা বদলে যেতে পারে বলেই দাবি করা হচ্ছে। এমনকি বাড়তে পারে বিলিয়নিয়ার এর সংখ্যা। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ১৬১। তবে আগামী কিছু বছরের মধ্যে সেটি ১৯৫ হতে পারে বলেই জানা যাচ্ছে।