নিউজশর্ট ডেস্কঃ গত ১৫ ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সোলার প্রকল্পের(PM Surya Ghar) উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে নিজেদের বাড়িতে যে সমস্ত দেশবাসী সোলার প্যানেল লাগাবেন তাদেরকে কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক ভর্তুকি দেওয়া হবে। এর পাশাপাশি সাধারণ মানুষের উপর যাতে কোন রকমের আর্থিক বোঝা না থাকে তার জন্য ঋণও দেওয়া হবে। গরিব এবং মধ্যবিত্ত মানুষরা এই সুবিধার জন্য আবেদন করতে পারেন।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে সোলার প্যানেল ইনস্টল করার জন্য যা খরচ হবে তার ৪০ শতাংশ ভর্তুকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়। আর দেশের গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা যদি এই সোলার প্যানেল লাগান তাহলে বছরে ১৫ হাজার কোটি টাকা থেকে ১৮ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। কারণ তারা সম্পূর্ণ বিনামূল্যে সোলার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোকেও বিক্রি করতে পারবেন।
এই প্রকল্প সম্পর্কে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে সরকারের মূল লক্ষ্য হলো, দেশজুড়ে এক কোটি বাড়িতে সোলার প্যানেল লাগানো। আর এটি করতে পারলে প্রত্যেক বছর ৭৫ হাজার কোটি টাকা বিদ্যুতের খরচ বাঁচবে। আর এই রুফ টপ সোলার প্যানেল যোজনার মাধ্যমে বাড়িতে প্রত্যেক মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করার লক্ষ্যমাত্রা সরকারের তরফ থেকে নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: RBI: এখনো আলমারিতে রয়েছে ২০০০ টাকার নোট! নষ্ট না করে জানুন RBI-র নতুন নিয়ম কি বলছে?
মূলত সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুতের খরচ কমানোই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। নতুন এই প্রকল্পের মাধ্যমে চিরাচরিত শক্তির ওপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং সাধারণ মানুষকেও এই সৌরশক্তি ব্যবহারের অভ্যস্ত করাতে চাইছে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে বহু মানুষ নতুন ব্যবসা ও শুরু করতে পারবেন।
সোলার প্যানেল সরবরাহ ও ইনস্টলেশনের কাজের জন্য নতুন নতুন ভেন্ডার তৈরি হয়ে যাবে। প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এর পাশাপাশি অপ্রচলিত শক্তির ব্যবহারও অনেক গুণ বেড়ে যাবে। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে কেন্দ্রীয় সরকারের পোর্টালে গিয়ে আবেদন করতে হবে এবং সেখানে বিদ্যুতের বিল সহ প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র লাগবে তা দিতে হবে।