নিউজশর্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের প্রতিমাসে আর্থিক সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে ‘লক্ষীর ভান্ডার প্রকল্প’ (Lakshmir Bhander Scheme) ঘোষণা করা হয়েছিল। সমাজের একটা বড় অংশ লক্ষীর ভান্ডারের জন্য উপকৃত হয়েছে। পরিসংখ্যানের দিকে নজর দিলে ২.৩ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকে এই স্কিমের দৌলতে। তবে জানলে অবাক হবেন লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে কোটিপতি হওয়া যায়! বিশ্বাস হল না বুঝি? তাহলে আজকের প্রতিবেদন পুরোটা পড়ুন, সবটা বুঝে যাবেন।
২০২১ সালে শুরু হওয়া লক্ষীর ভান্ডার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলার ঘরেঘরে। প্রথমে শুরুটা হয়েছিল সর্বসাধারণের জন্য ৫০০ টাকা ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ১০০০ টাকা দিয়ে। তবে ২০২৪ সালেই সেটা বাড়িয়ে ডাবল করে দেওয়া হয়, তাই বর্তমানে জেনারেল কষ্টের মেয়েরা মাসে ১০০০ টাকা ও তফসিলি শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।
লক্ষীর ভান্ডারের টাকায় কোটিপতি!
সঞ্চয়ী প্রকল্পে কম বেশি সবাই বিনিয়োগ করেন। তবে আজ যে স্কিমের কথা বলব সেটা হল মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা Mutual Fund SIP। যত কম বয়স থেকে SIP শুরু করা যায় ততই বেশি লাভবান হওয়া যায়। সবথেকে বড় কথা হল খুবই অল্প বিনিয়োগে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে লক্ষীর ভান্ডারের টাকা দিয়ে কোটিপতি হওয়া যেতে পারে।
আরও পড়ুনঃ একবার বিনিয়োগ করলেই প্রতিমাসে আসবে ৫০০০টাকা! দুর্দান্ত রিটার্ন দিচ্ছে SBI-র এই স্কিম
বর্তমানে লক্ষীর ভান্ডার পেতে গেলে ২৫ বছর বয়স হতে হবে। যদি আপনি ২৫ বছর বয়স থেকেই এই প্রকল্পে টাকা পেতে শুরু করেন আর সেটা ৬০ বছর বয়স পর্যন্ত Mutual Fund এ SIP হিসাবে ইনভেস্ট করেন তাহলে মোট ৩৫ বছর টাকা দেওয়া হয়। আর এই ৩৫ বছরে ১০০০ টাকা করে মোট ৪,২০,০০০ টাকা বিনিয়োগ হয়।
জানলে অবাক হবেন যদি মিউচুয়াল ফান্ডটি বছরে ১৪% হিসাবেও রিটার্ন দেয় তাহলে সেই টাকাই বেড়ে হবে ১,৪৪,৪০,৬৪৫ টাকা। কি হলেন তো কোটিপতি? এমনকি যদি আপনি ৫০০ টাকা করেও প্রতিমাসে বিনিয়োগ করেন এই হিসাবে আপনার মোট টাকা জমা হয় ২,১০,০০০ টাকা আর সেটাই আপনাকে ৬০ বছর বয়সে রিটার্ন দেবে ৫১,১৬,২৪৩ টাকা।
সতর্কীকরণঃ মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই আপনি যদি বাজারজাত ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন কেবলমাত্র তাহলেই বিনিয়োগ করবেন। আর অল্প সময়ের জন্য বিনিয়োগ করলে খুব একটা লাভ তেমন মেলে না, যেহেতু চক্রবৃদ্ধি হরে সুদ পাওয়া যায় তাই দীর্ঘ সময়ের জন্য টাকা লাগালে তবেই ভালো রিটার্ন পাওয়া যায়।