নিউজশর্ট ডেস্কঃ নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করার জন্য বহু মানুষ ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের(Post Office) উপর ভরসা করে থাকেন। আর সাধারন মানুষের সুবিধার কথা মাথায় রেখে সরকারও পোস্ট অফিসের জন্য নানা রকমের স্কিম চালু করেছে। যে স্কিমগুলোতে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় এবং টাকা সুরক্ষিত থাকে। তবে অনেকেই পোস্ট অফিসে নতুন একাউন্ট খুলে তারপর অর্থ বিনিয়োগ করতে চান।
সেক্ষেত্রে পোস্ট অফিসে গিয়ে একাউন্ট খোলার সময় নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ঘন্টার পর ঘন্টা পোস্ট অফিসে গিয়ে অনলাইনে দাঁড়াতে হয়। তবে এবার সে সমস্যার সমাধান চলে এসেছে। আপনার মোবাইল ফোন থেকেই অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলতে পারেন। কিভাবে এই পোস্ট অফিসের একাউন্ট(Post Office Savings Account) খুলতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন।
Post Office সেভিংস অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন?
১) একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
২) এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নাবালক ছেলেমেয়েরাও খুলতে পারবে। সেক্ষেত্রে অভিভাবক তার নাবালক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
৩) আর নাবালকের বয়স যদি ১০ বছরের উর্ধ্বে হয়, তাহলে সে নিজের নামে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে।
৪) এছাড়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তির হয়ে তার অভিভাবক পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
৫) আবার যদি দুজন ব্যাক্তি মিলে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে একজন ব্যক্তির মৃত্যুর পর আর একজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে।
অনলাইনের মাধ্যমে Post Office সেভিংস অ্যাকাউন্ট খোলার পদ্ধতি:
১) পোস্ট অফিসের অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর সেখান থেকে সেভিংস অ্যাকাউন্ট অপশনটি বেছে নিতে হবে।
৩) তারপর সেখানে “Apply Now” অপশনটিতে ক্লিক করে আপনি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টর জন্য আবেদন করতে পারেন।
৪) এরপর আপনার সামনে সম্পূর্ণ আবেদন পত্রটি খুলে যাবে। সেখানে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৫) এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে।
৬) এরপর সবকিছু ঠিক করে চেক করে নিয়ে ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
৭) এরপর পোস্ট অফিস থেকে আপনার কাছে পাসবুক এবং এটিএম কার্ড কিছুদিন পর পাঠানো হবে।