How to Pledge Complaints against Wrong Traffic Challan see complete Process

ট্রাফিক পুলিশ চালান কাটলেও নো চাপ! এই কাজ করলে দিতে হবে না কোনো টাকা

নিউজশর্ট ডেস্কঃ আপনার কি দু চাকা বা চার চাকা গাড়ি আছে? রাস্তায় বেরোলে কখন পুলিশ চালান কাটবে ভয়ে থাকেন? তাহলে আজকের প্রতিবেদন আপনারই জন্য। রাস্তাঘাটে চলতে গিয়ে ট্রাফিক সিগন্যালে না দাঁড়ালে বা কোনো ট্রাফিক আইন উলঙ্ঘন হলেই ফাইন করতে পারে পুলিশ। কিন্তু অনেক সময়েই চালকদের অভিযোগ থাকে যে অকারণেই ফাইন করা হয়েছে। এক্ষেত্রে কি করণীয়? চলুন আজ দেখে নেওয়া যাক মোটা ফাইনের থেকে কি ভাবে বাঁচা যেতে পারে!

ফাইন যদি হয় সে ক্ষেত্রে আপনার কাছে উপায় রয়েছে লোক আদালতের মাধ্যমে সেই সমস্যার সমাধান করার। নতুন মামলা হোক বা পুরোনো গাড়ি সংক্রান্ত সমস্ত ঝামেলা আদালতে গিয়েই মিটিয়ে নেওয়া যেতে পারে। ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির (National Legal Service Authority) এর দ্বারা লোক আদালতে আগামী ১৪ই সেপ্টেম্বর শুনানি হবে ট্রাফিক চালান সংক্রান্ত মামলার। এর জন্য কি করতে হবে? নিচে সমস্তটা বিস্তারিত জানানো হল।

শুরুতে কেস সংক্রান্ত নথি জমা

প্রথমেইআপনাকে ট্রাফিক চালান সংক্রান্ত যে সমস্ত কাগজ বা  নথি আছে সেটা জমা করতে হবে। এক্ষেত্রে নোটিশ বা পুলিশের সাথে কথোপকথনের প্রমাণও জমা করতে হবে, যেটা আপনার কেসের সাথে জড়িয়ে।

ট্রাফিক চালান হেল্পডেস্কে যোগাযোগ করতে হবে

লোক আদালতে ট্রাফিক সংক্রান্ত মামলার জন্য হেল্পডেস্ক রয়েছে। সমস্ত নথিপত্র সাবমিট করার পর সেখানে যোগাযোগ করতে হবে। তারাই আপনাকে সাহায্য করবে কিভাবে মামলা সাজিয়ে আদালতে পেশ করা হবে সেই ব্যাপারে। এই সময় আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গাড়িতে থাকা সমস্ত পুরোনো চালানের সম্পর্কে জেনে নিতে হবে।

আরও পড়ুনঃ আজ থেকেই রোজ রাতে বন্ধ মা ফ্লাইওভার, বিকল্প রাস্তা কি? জানাল কলকাতা পুলিশ

কোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং

লোক আদালতে যেতে হলে আপনাকে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর উক্ত তারিখে সঠিক সময়ে হাজির থাকতেহবে আদালতে। তারপরই আপনার মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, ট্রাফিক আইন সংক্রান্ত মামলা থেকে বাঁচার প্রাথমিক উপায় হল আইন সম্পর্ক অবগত হওয়া। আর গাড়ি চালানোর সময় নিজের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজপত্র সাথে রাখার চেষ্টা করুন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X