নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে গোটা ভারতবর্ষ অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধনকে নিয়ে উৎসাহিত রয়েছেন। সকলের মধ্যেই রাম মন্দিরকে(Ram Mandir) কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গায় রাম মন্দির নিয়ে চর্চা চলছে। আর মাত্র দুদিনের অপেক্ষা।
তারপরেই আগামী ২২শে জানুয়ারি খুলতে চলছে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির। আর এই শুভ মহড়াতে দেশবাসীকে দুর্দান্ত অফার দিচ্ছে জিও(Jio), এয়ারটেল(Airtel) এবং ভোডাফোন-আইডিয়ার(Vi) মত টেলিকম সংস্থাগুলো। এই তিনটি টেলিকম সংস্থা জয়া কিশোরী সহ ভজন কীর্তন শিল্পীর ট্রেন্ডিং গান কলারটিউন হিসেবে সেট করার সুযোগ দিচ্ছে। আপনিও যদি আপনার প্রিয় মানুষদের কলার টিউন হিসেবে রামের নাম গান শোনাতে চান তাহলে অবশ্যই এই কলার টিউন গুলো সেট করে নিতে পারেন। চলুন কোন টেলিকম সংস্থার ক্ষেত্রে কিভাবে কলার টিউন সেট করতে হবে সেই পদ্ধতি শেয়ার করা যাক।
Jio সিম ব্যবহারকারীরা কিভাবে কলার টিউন সেট করবেন, জেনে নিন-
১. প্রথমে ফোনে MyJio অ্যাপটি ইনস্টল করতে হবে।
২. এরপরে JioTunes সেকশনে যান এবং ট্রেন্ডিং অপশনটি নির্বাচন করুন।
৩. এরপরে আপনার নিজের পছন্দ মতো আরতির গানটি বেছে নিন। এরপরে ‘Set JioTune’ অপশনে ক্লিক করলেই পছন্দের কলার টিউন সেট হয়ে যাবে।
৪. আর আপনি যদি ফিচার ফোন ব্যবহারকারী হন বা JioPhone ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে কলারটিউনের জন্য ৫৬৭৮৯ নম্বর ডায়াল করতে হবে। তাহলেই সেট হয়ে যাবে কলার টিউন।
আরও পড়ুন: Jio 5G: এইদিন পর্যন্ত বিনামূল্যে মিলবে আনলিমিটেড 5G! জল্পনার মধ্যেই বড়সড় আপডেট দিল Jio
Airtel ইউজাররা কিভাবে ভজনের কলার টিউন সেট করতে পারেন-
১. প্রথমে নিজের ফোনে Wynk Music অ্যাপ ডাউনলোড করুন, আর তারপর মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।
২. এরপরে অ্যাপের উপরের ডানদিকে Hello Tunes অপশন আসবে, সেটাতে ক্লিক করুন।
৩. তারপরে আপনি নিজের প্রিয় রাম আরতি সার্চ করে কলার টিউন সেট করতে পারেন। যা ৩০ দিনের জন্য অ্যাক্টিভ থাকবে।
৪. এছাড়া ফিচার ফোন ব্যবহারকারীরা ৫৪৩২১১ ডায়াল করে আরতি কলার টিউন সেট করতে পারবেন।
কীভাবে Vi ব্যবহারকারীরা কলার টিউন সেট করবেন? জেনে নিন-
১. আপনাকে Vi অ্যাপের কলার টিউনস ট্যাবে যেতে হবে।
২. তারপর কলার টিউন সেট করতে ক্যাটালগে থাকা যেকোনো একটি আরতি গান নির্বাচন করতে হবে। তাহলেই সেট হয়ে যাবে কলার টিউন।