নিউজশর্ট ডেস্ক: লটারি(Lottery) কেটে রাতারাতি বড়োলোক হওয়ার ইচ্ছে থাকে বহু মানুষের। তাই মাঝেমধ্যে বিভিন্ন লটারি সেন্টার থেকে টিকিট কেটে নেন। কিন্তু বহুক্ষেত্রেই মনের আশা পূরণ হয় না। ভাগ্যের এই খেলায় জেতা ওত সহজ কাজ নয়। কিন্তু কিছু টেকনিক জেনে রাখলে অনেক সময় মিরাকেল ঘটে যায়। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে লটারি টিকিট জেতার কৌশল(How To Win Lottery) সম্পর্কে জানাবো। যেখানে জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।
১) প্রথমে টিকিট কাটার সময় ভালো করে লক্ষ্য করুন যে, মিডল নাম্বারটি কী আছে? এর সাথে নোট করে রাখুন। এর আগেরবার যে নাম্বারটি জিতেছে সেটি কত। যদি কোনো মিডল নাম্বার আগেরবারের লটারি জিতে থাকে তাহলে আপনিও সেরকম কোনো নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। এর পাশাপাশি বিপরীত নাম্বারটিও দেখতে পারেন। বোঝার সুবিধার্থে ধরে নিন গতবারের বিজেতার টিকিটের মিডল নাম্বার ছিলো ৭২, তাহলে আপনি ৭২২৭ নাম্বারের টিকিটটি কেটে নিন।
২) এরপর মিডল নাম্বারের শেষ দুই সংখ্যাকে ধ্রুবক রেখে তার পরের দশ ঘরের টিকিট পছন্দ করুন। উদাহরণস্বরূপ, পূর্বে যদি ৭২ নাম্বার বিশিষ্ট কোনো টিকিট পুরষ্কার জিতে থাকে তাহলে আপনি ৭ কে ৭০ ধরে ৭৯ পর্যন্ত যে কোনও একটি টিকিট কাটুন। উদাহরণস্বরূপ বলা যায় ৭২২৭-৭২৭৯ এর মধ্যেকার যে কোনও একটি টিকিট।
৩) নাম্বার ছাড়াও কোথায় টিকিট কাটছেন এবং কোন সময়ে কাটছেন সেটিও বিশেষভাবে নজর করুন। যেমন যে কাউন্টারে টিকিট বেশি সেই কাউন্টারে জেতার চান্সও বেশি। এর পাশাপাশি, দুপুর ১ টার তুলনায় রাত্রি ৮ টায় টিকিট কাটলে জেতার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়।
৪) গতবারের বিজেতার টিকিট নাম্বারে যেটি মাঝের সংখ্যা ছিলো সেই নাম্বারটিকে সামনে নিন। এর সাথে তার উল্টো নাম্বারটিকে শেষে নিন। ধরে নিন ৬৭৫৪৩ সংখ্যাটি আগেরবারের বিজেতা। এবার ৭৫ এর উল্টো নাম্বার ৫৭ নিন এবং ৩ কে সামনে আনুন। অর্থাৎ আপনার নাম্বারটি হলো ৩৫৭৬A।