PF Withdrawal

Papiya Paul

PF Withdrawal: ইমার্জেন্সী টাকার প্রয়োজন হলে তুলে ফেলুন PF-র টাকা, অনলাইনের সহজ পদ্ধতি শিখে নিন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের মতো দেশে যে কোনো বেসরকারি কোম্পানীতে চাকরি করলে বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ইপিএফ স্কিমে জমা দিতে হয়। এরসাথে নিয়োগকর্তাও একই পরিমাণ অর্থ জমা দিয়ে থাকেন এই পিএফ অ্যাকাউন্টে(PF Account)। এরপরে ১৫-২০ বছর কাজ করার পর যখন তিনি অবসর গ্রহণ করেন তখন তিনি এককালীন একটা মোটা টাকা হাতে পান।

   

অনেক ক্ষেত্রে হঠাৎ করে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। তখন পিএফ-এর টাকা খুব কাজে লাগতে পারে। তবে এই টাকা তুলতে চাইলেও অনেকেই জানেননা যে কীভাবে এই টাকা তোলা যায়। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই বিস্তারিত জানাবো। এখন EPFO ​​অনলাইনে PF-এ জমা করা টাকা তোলার সুবিধা দিয়েছে। জানিয়ে রাখি ভারত সরকারের গৃহীত সিদ্ধান্তের অধীনে PF অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১ লাখ টাকাই তোলা যাবে।

চলুন দেখে নিই কীভাবে PF-এর টাকা কিভাবে তোলা যায়? 

প্রথমে www.epfindia.gov.in ওয়েবসাইট খুলে হোম পেজে যান।

এখন উপরের কোণায় দেওয়া Online Advance Claim-এ ক্লিক করুন।

এর পর https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface- এ ক্লিক করুন।

আপনি এই পৃষ্ঠায় দেওয়া অনলাইন পরিষেবাতে একটি অপশন দেখতে পাবেন এবং আপনি এখানে ফর্ম ৩১, ১৯, ১০ C এবং ১০ D দেখতে পাবেন।

আরও পড়ুন: Savings Tips: মাসে ৩০ হাজার টাকা রোজগার করলে কত টাকা জমানো উচিত? রইল পুরোপুরি হিসেবনিকেশ

এখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা প্রবেশ করে যাচাই করতে হবে।

তারপর আপনাকে Proceed for Online Claim এ ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে ড্রপ ডাউন থেকে পিএফ অ্যাডভান্স নির্বাচন করুন (ফর্ম ৩১)।

এখানে আপনাকে টাকা তোলার কারণ বেছে নিতে হবে।

বাতিল চেকের স্ক্যান কপি আপলোড করুন উত্তোলনের পরিমাণ লিখুন এবং তারপর ঠিকানা লিখুন।

আধার লিঙ্ক করা মোবাইলে প্রাপ্ত ওটিপিটি পূরণ করুন।

এইভাবে, আপনার দাবি দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, আপনার দাবিকৃত অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।