Howrah Station Local Trains Cancelled due to Cyclonic Storm Dana

ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে হাওড়া ডিভিশনেও ক্যানসেল ৬৮ লোকাল, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

পার্থ মান্নাঃ ‘দানা’ আসার আগে থেকেই বাংলার আবহাওয়া বদলাতে শুরু করেছে। সকাল থেকে ঘন কালো মেঘে চেয়েছে আকাশ। ইতিমধ্যেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে, সাথে চলছে জোরালো হাওয়া। আজ রাত থেকে কাল সকালের মধ্যেই ওড়িশা ও বাংলার মাঝের কোনো উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’, তাই আগে থেকেই লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। এরই মাঝে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা মিলেছে।

গতকালই জানা গিয়েছিল শিয়ালদহ লাইনে ১৪ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন। প্রায় ২০০ এর কাছাকাছি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবার আজ জানা যাচ্ছে একইভাবে হাওড়া লাইনেও বেশ কিছু ট্রেন বাতিল করা হল। তাই নিত্য যাত্রী থেকে শুরু করে যারা আজ কর্মসূত্রে বা কোনো কারণে ট্রেনে সফর করবেন তাদের জন্য সমস্যা একটি বেড়ে গেল। কোন ট্রেন বাতিল হলে সেটা অবশ্যই জানতে হবে তবে আগে থেকে সাবধান হওয়া যাবে। আজকের প্রতিবেদনেই সেই তালিকা দেওয়া হল।

হাওড়া ডিভিশনেও ট্রেন বাতিল

সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’ এর জেরে হাওড়া লাইনেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে বর্ধমান, বান্ডেল, শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনের একাধিক ট্রেন। জানা যাচ্ছে মোট ৬৮টি ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোর ৪ টে থেকে সকাল ৮.২৩ পর্যন্ত প্রচুর ট্রেন বাতিল হয়েছে। ফলে নিত্যযাত্রীরা সমস্যা পড়তে পারেন বলে আশা করা হচ্ছে। কোন কোন ট্রেন বাতিল হল? চলুন দেখে নেওয়া যাক তালিকাঃ

হাওড়া ডিভিশনে বাতিল ট্রেনের তালিকা (Howrah Division Cancelled Train List)

শুরুতেই ভোর ৪ টের বর্ধমান লোকাল বাতিল
৪.১৫ মিনিট এর বর্ধমান লোকাল
৪.২২ মিনিট এর গোঘাট লোকাল
৪.৪৭ মিনিট এর ব্যান্ডেল লোকাল

৪.৫৫ মিনিট এর তারকেশ্বর লোকাল
৫.১৪ মিনিট এর ব্যান্ডেল লোকাল
৫.৩২ মিনিট এর সিঙ্গুর লোকাল
৫.৪৫ মিনিট এর মশাগ্রাম লোকাল
৫.৫৫ মিনিট এর তারকেশ্বর লোকাল

৬.২৬ মিনিট এর ব্যান্ডেল লোকাল
৭.০৫ মিনিট এর ব্যান্ডেল লোকাল
৭.৩০ মিনিট এর শেওড়াফুলি লোকাল
৭.৪০ মিনিট এর বেলুড় মঠ লোকাল
৭.৪৫ মিনিট এর শ্রীরামপুর লোকাল
৮.১২ মিনিট এর শেওড়াফুলি লোকাল
৮.২০ মিনিট এর ব্যান্ডেল লোকাল
৮.৩৫ মেমারি এর লোকাল

৮.৪৯ মিনিট এর চন্দনপুর লোকাল
৮.৫০ মিনিট এর শেওড়াফুলি লোকাল
৯.১০ মিনিট এর ব্যান্ডেল লোকাল
৯.১৫ মিনিট এর শেওড়াফুলি লোকাল
৯.২০ মিনিট এর শ্রীরামপুর লোকাল
৯.৪০ মিনিট এর শেওড়াফুলি লোকাল
৯.৪০ মিনিট এর বারুইপাড়া লোকাল

উপরে দেওয়া এই সমস্ত ট্রেন শুক্রবারের জন্য বাতিল করা হয়েছে। তাই এই সময় যারা ট্রেন ধরতেন তাদের পরের কোনো ট্রেন ধরতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X