Kolkata Metro

Kolkata Metro: কলকাতায় গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো! জানুন কোন স্টেশনের ভাড়া কত?

নিউজ শর্ট ডেস্ক: কলকাতার (Kolkata) গঙ্গার নিচে দিয়ে ছুটবে মেট্রো (Metro)। খুব তাড়াতাড়ি বাংলার মানুষের দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে ।  আগামী ৬ই মার্চ সেই ঐতিহাসিক দিন।  এই দিন থেকেই চালু হবে হাওড়া মেট্রো রুটের (Howrah Metro Rute) পরিষেবা।

কলকাতা শহরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিন তিনটি নতুন রুটের উদ্বোধন করতে চলেছেন তিনি। খুব তাড়াতাড়ি শুরু হবে গঙ্গার নিচে দিয়ে এই মেট্রোর সফর।

এই নতুন মেট্রো রুটের সূচনা হলে এবার এক টিকিটেই হাওড়া থেকে উত্তর ও দক্ষিণ কলকাতায় পৌঁছানো যাবে। এক্ষেত্রে এসপ্ল্যানেড নেমেই উত্তর ও দক্ষিণ কলকাতার মেট্রো ধরতে পারবেন যাত্রীরা। এসবের মধ্যেই এবার কলকাতাবাসীর প্রকাশ্যে আনা হয়েছে এই নতুন মেট্রো রুটের ভাড়ার তালিকা।

কলকাতা মেট্রো,Kolkata Metro,গঙ্গার নীচে,Under the Ganga,মেট্রো স্টেশন,Metro Station,ভাড়ার তালিকা,Fare List,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তালিকা থেকে জানা যাচ্ছে হাওড়া থেকে হাওড়া ময়দানের ভাড়া ৫ টাকা, অন্যদিকে হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড ভাড়া নেওয়া হবে ১০ টাকা৷ আর হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ-এর মতো মেট্রো স্টেশন গুলির ভাড়া ধার্য করা হয়েছে ৩০ টাকা৷

আরও পড়ুন:

তবে সদ্য চালু হওয়া নিউ গড়িয়া-রুবি রুটে ভাড়াটা একটু বেশি। জানা যাচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে হাওড়া যেতে গেলে ভাড়া দিতে হবে ৫০ টাকা৷ একইভাবে হাওড়া থেকে কবি সুকান্ত, যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ৪০ টাকা৷ তবে এখনও পর্যন্ত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাজ শেষ  না হলেও এই  নতুন তালিকায় এই স্টেশনের নাম রয়েছে। তাই খুব তাড়াতাড়ি  দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো চালু করা হবে বলে মনে করা হচ্ছে।

কলকাতা মেট্রো,Kolkata Metro,গঙ্গার নীচে,Under the Ganga,মেট্রো স্টেশন,Metro Station,ভাড়ার তালিকা,Fare List,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে হাওড়া থেকে উত্তরে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এবং আর  দক্ষিণের নেতাজি, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যেতে গেলে ভাড়া দিতে হবে ২৫ টাকা। একইভাবে হাওড়া থেকে শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ভাড়া হল ২০ টাকা৷

Avatar

anita

X